বাংলার খবর
খাবারের লোভ দেখিয়ে নাবালিকা ছাত্রীর সঙ্গে কুকীর্তির অভিযোগ পড়শির বিরুদ্ধে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাঁসখালির পর এবার দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার তেঁতুলতলা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মুজাফফর আলি নামের ওই যুবক। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
নির্যাতিতা ওই ছাত্রীর পরিবার সূত্র জানা গিয়েছে, রায়গঞ্জ থানার তেঁতুলতলার বাসিন্দা হারুন রসিদ পেশায় শ্রমিকেরা কাজ করেন৷ রসিদের মেয়ে স্থানীয় তেঁতুলতলা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। রবিবার বিকেলে ওই গ্রামেরই যুবক অভিযুক্ত মোজাফফর আলি ওই ছাত্রীকে বিস্কুট দিতে চাইলে ওই ছাত্রী নিতে নারাজ। তখনই তাকে অভিযুক্ত যুবক তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ। এরপর ভীত ওই ছাত্রী বাড়ি গিয়ে গোটা ঘটনাটি তার মাকে জানায়।
আরও পড়ুন: কয়েক ঘণ্টার বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর দিনাজপুর, অথৈ জলে চাষিরা
ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনার পর নির্যাতিতা ওই ছাত্রীর পরিবার রায়গঞ্জ থানায় যান। ওই ছাত্রীকে চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা গর্ভামেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মোজাফফর আলি। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে।
আরও পড়ুন: ‘চৌকিদার চোর হ্যায়’, ইমরানের সমর্থনে পাকিস্তানের রাস্তায় শোনা গেল ভারতের স্লোগান
এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ছাত্রীর মা বলেন, ”মোজাফফর আলি আমার মেয়ের সঙ্গে এমন কাজ করেছে তার উপযুক্ত শান্তির দাবি জানাচ্ছি।” অন্য দিকে স্থানীয় বাসিন্দা কবির আলি জানিয়েছেন, আগেও এই গ্রামে এ ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু তখন কোনও বিচার হয়নি। আবার ফের এমন ঘটনা ঘটেছে এবার ওই মোজাফফর আলি উপযুক্ত শান্তি চাই বলে জানান তিনি।