আন্তর্জাতিক
‘চৌকিদার চোর হ্যায়’, ইমরানের সমর্থনে পাকিস্তানের রাস্তায় শোনা গেল ভারতের স্লোগান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাকিস্তানের ইতিহাসে নাটকীয় মোড়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার মধ্যরাতে গদিচ্যুত হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী Imran Khan। শুধু তাই নয়, দেশ স্বাধীনের ৭৫ বছর ধরে বিশ্বের ইতিহাসে একমাত্র নিজেদের অতীত ঐতিহ্য এখনও বজায় রেখেছে ভারতের প্রতিবেশী দেশ Pakistan। প্রধানমন্ত্রী হিসেবে দেশের শাসনভার নিজেরদের কাঁধে তুলে নিলেও নানা কারণে এখনও পর্যন্ত কোনও প্রধানমন্ত্রীই মন্ত্রী হিসেবে নিজেদের পাঁচবছরের মেয়াদ পূর্ন করতে পারেননি।
প্রতিবারই কোনও না কোনও কারণে সরকারের প্রতি অনাস্থা, সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সহ একাধিক অভিযোগে শাসন ক্ষমতা থেকে সরতে হয়েছে একাধিক প্রধানমন্ত্রীকে। ব্যাতিক্রম নয় ইমরান খানও। শনিবার পাক প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হয়েছেন তিনি। আর তারপর দিনই ইমরান খানের সমর্থনে পাকিস্তানের রাস্তায় শোনা গেল ”চৌকিদার চোর হ্যায়” শ্লোগান। তাহলে কি ভারতের জাতীয় কংগ্রেস দলের রাজনৈতিক দলের স্লোগান চুরি করল প্রতিবেশী দেশের ইমরান সমর্থকরা?
সোমবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খান তার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর এবং প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর, তাঁর সমর্থকরা রবিবার সারা দেশে সমাবেশ মিছিলের আয়োজন করেছিল। এদিন পাকিস্তানের Rawalpindi শহরে পাক সেনাবাহিনীর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন ইমরান সমর্থকরা। তাঁরাই রবিবার রাওয়াপিন্ডির রাস্তায় ”চৌকিদার চোর হ্যায়” বলে আওয়াজ তুলতে থাকেন।
راولپنڈی /10 اپریل
پنڈی کی عوام کا شکریہ 🇵🇰✌️
عمران خان سے اظہار یکجہتی کے سلسلے میں لال حویلی سے براہ راست عوام کے جام غفیر سے خطاب🇵🇰👇https://t.co/Tc0IG0n2DJ@ImranKhanPTI pic.twitter.com/BG7uYtTOqv— Sheikh Rashid Ahmed (@ShkhRasheed) April 10, 2022
আরও পড়ুন: স্বাধীনতার পর ৭৫ বছরের ধারা অব্যাহত, ২৯ বার নতুন প্রধানমন্ত্রী পেলেন পাকিস্তানবাসী
এদিনের ওই মিছিল থেকে পাক interior minister Sheikh Rashid Ahmed-কে বলতে শোনা যায়,”পাকিস্তানের সেনাবাহিনী চোর। তাঁরা ইচ্ছাকৃতভাবে ইমরান সরকারকে গদিচত্যুত করেছেন।” এছাড়াও এদিন তিনি পাক জনতাকে শান্তির জন্য লড়াই করার বার্তাও দিয়েছেন।
উল্লেখ্য, ‘চৌকিদার চোর হ্যায়’ ভারতের জাতীয় রাজনৈতিক দল ‘কংগ্রেসের’ তৈরি করা শ্লোগান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে এই স্লোগানকে ভর করেই প্রচারে নেমেছিল সনিয়া গান্ধীর দল। যদিও এতকিছু করার পর শেষপর্যন্ত তাঁদের এই স্লোগান গেরুয়া বাহিনীর কাছে ধোপে টেকেনি। জনতার রায়ে বিপুল ভোটে জিতে প্রধানমন্ত্রীর মসনদ দখল করেন Narendra Modi।
রবিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জনতার উদ্দেশে প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন যে, ”এই মাসে পরিস্থিতি বদলে যাবে এবং ইমরান খানের শাসনকে প্রতিস্থাপন করা হবে।” এছাড়াও তিনি ‘আমদানি করা সরকারের অবসান করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, ”ইমরান খানের সঙ্গে সংহতি জানিয়ে ‘জেল ভরো’ (স্বেচ্ছায় গ্রেফতার) আন্দোলন অনুষ্ঠিত হবে। শেখ রশিদ আহমেদ ইমরান খান, চোর-ডাকাতদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনকারী সাবেক বিরোধীদের ডেকেছিলেন। অবশেষে মধ্যরাতে অনাস্থা ভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, ”দেশকে বাঁচাতে চাইলে রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় সিদ্ধান্ত নিন”।