অসময়ে বৃষ্টি, মাথায় হাত বাদাম চাষিদের
Connect with us

বাংলার খবর

অসময়ে বৃষ্টি, মাথায় হাত বাদাম চাষিদের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কাঁচা বাদাম, গানে যখন মাতোয়ারা গোটা রাজ্য থেকে দেশ ঠিক সেই সময় এই বাদাম যারা ফলান সেই বাদাম চাষীদের কপালে চিন্তার ভাঁজ। বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারি বৃষ্টিপাত। জলপাইগুড়িতেও হয়েই চলছে বৃষ্টি, আর এতেই বিপাকে পড়েছেন বহু বাদাম চাষি।

তিস্তা নদী সংলগ্ন বিস্তীর্ন এলাকা জুড়ে চাষ হয় বাদাম। এবারেও ভালো ফলন এবং লাভের জন্য বিঘা প্রতি সত্তর হাজার টাকা খরচ করে  দশ বিঘা জমিতে বাদাম চাষ করেছেন মন্তোষ দাস। তবে লাগাতার বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরে যাচ্ছে। মন্তোষ বাবু জানান,  বাদাম চাষে জল খুব কম প্রয়োজন হয়, তবে এবার যে ভাবে বৃষ্টি চলছে তাতে গাছের অবস্থা খারাপ। এর থেকে মুক্তির একমাত্র উপায় বৃষ্টি বন্ধ এবং রোদঝলমলে আকাশ।

আরও পড়ুন: কয়েক ঘণ্টার বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর দিনাজপুর, অথৈ জলে চাষিরা

Advertisement

প্রসঙ্গত, রবিবার কয়েক ঘণ্টার ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। বাড়ি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে জমির ফসলও। ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যুও হয়েছে এক ব্যক্তির।

আরও পড়ুন: খাবারের লোভ দেখিয়ে নাবালিকা ছাত্রীর সঙ্গে কুকীর্তির অভিযোগ পড়শির বিরুদ্ধে

 সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। আচমকা শিলাবৃষ্টিতে তাঁদের বই খাতা সব নষ্ট হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে মুখ্যমন্ত্রীর দেওয়া দশ হাজার টাকার মোবাইল ফোনও। এখন কিভাবে আগামী ১৬ তারিখে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন সেই দুশ্চিন্তায় পড়েছেন ওই পরীক্ষার্থীরা। ব্লক প্রশাসনের আধিকারিকেরা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় ত্রানের ব্যাবস্থা করা শুরু করেছেন বলে জানা গিয়েছে।

Advertisement
Continue Reading
Advertisement