বাড়ছে পৃথিবীর উষ্ণতা! ২০২২ সালে ৩০ গুণ গরম বৃদ্ধি পেয়েছে ভারতে, দাবি রিপোর্টে
Connect with us

দেশের খবর

বাড়ছে পৃথিবীর উষ্ণতা! ২০২২ সালে ৩০ গুণ গরম বৃদ্ধি পেয়েছে ভারতে, দাবি রিপোর্টে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিন-দিন বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। বিশ্বব্যাপী উষ্ণতার এই হেরফের ব্যাপক প্রভাব ফেলছে জনমানষে। দিন যত যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের জেরে পরিস্থিতি তত খারাপ হচ্ছে।

বিশ্বব্যাপী জলবায়ুর এই ব্যাপক পরিবর্তন নিয়ে ফের আশঙ্কার কথা শোনাল পরিবেশবিদরা। সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে ২০২২ সালে ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে উষ্ণতা। উষ্ণায়নের জেরে চলতি বছরে অন্তত ৯০ জন প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয় সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, চলতি বছরে এই উষ্ণতা বৃদ্ধি আরও ৩০ গুণ বাড়বে।

এই বিষয়ে বিজ্ঞানী ফ্রিডেরিক অটো সংবাদ সংস্থা ‘AFP’ এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের আগে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় ৩,০০০ বছরে একবার ঘটত।

Advertisement

আরও পড়ুন: করোনা কালে অবদানের জন্য দেশের আশাকর্মীদের বিশেষ সম্মান হু’র

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডাব্লিউএ) কনসোর্টিয়ামে অটো এবং তার সহকর্মীরা দেখিয়েছেন যে ১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৈশ্বিক উষ্ণতা দক্ষিণ এশিয়ায় একই সময়ে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বর্তমান শতাব্দীতে এই ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা ৩০ গুণ বেশি হয়ে গিয়েছে।

শুধু তাই নয়, চলতি বছরের গ্রীষ্মের মরশুমে ভারত এবং পাকিস্তানে ব্যাপক গরম পড়েছিল অন্যান্য বছরের তুলনায়। তাপপ্রবাহে কারণে ৯০ টিরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর জন্য সরাসরি দায়ী করা হয়েছে তাপপ্রবাহকে। তবে এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

Advertisement

এছাড়াও পর্যাপ্ত বৃষ্টিপাতের তুলনায় ৬০-৭০ শতাংশ বৃষ্টি কম হওয়ায় ফসলে উৎপাদনে সরাসরি প্রভাব পড়ছে। যার প্রভাব পড়ছে বিশ্ব বাজারে। বাড়ছে সব কিছুর দাম। এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দরিদ্র এবং অসহায় মানুষরা।

আরও পড়ুন: ইন্দো-প্যাসেফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে কোয়াডের মঞ্চ থেকে বড় ঘোষণা মোদির

পাকিস্তানের জলবায়ু বিজ্ঞানী ফাহাদ সাঈদের মতে, ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুর্বল জনগোষ্ঠীর অস্তিত্ব সঙ্কট তৈরি করতে পারে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.