বাংলার খবর
দাবদাহে পুড়ছে উত্তর, মর্নি ক্লাসের ভাবনা স্কুল কর্তৃপক্ষের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। দহন জ্বালায় পুড়ছে রায়গঞ্জ সহ সমগ্র উত্তর দিনাজপুর জেলা। সকালের দিকে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও ৯ টার পর থেকে ধীরে ধীরে উর্ধ্বমুখী হয় তাপমাত্রার পারদ। যার জেরে কার্যত বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়ছে স্কুল পড়ুয়ারাও।
তীব্র গরমের মধ্যে দুপুরে স্কুলে এসে নাজেহাল অবস্থা হচ্ছে ছাত্র-ছাত্রীদের। গরমের কথা ভেবে পড়ুয়াদের স্বার্থে উদ্যোগী হল রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুল কর্তৃপক্ষ। সকালে স্কুল শিফটের বিজ্ঞপ্তি জারি করল এই স্কুল কর্তৃপক্ষ। অধ্যক্ষ দামিয়ান টুডু জানান, আগামী ১৮ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত সকালে স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ১০ দিন স্কুলে পঠনপাঠন শুরু হবে সকাল সাড়ে ৮টায়। সোওয়া ১২ টার মধ্যেই শেষ করা হবে ক্লাস।
এর জেরে কিছুটা হলেও স্বস্তি পাবে স্কুলের ছাত্রছাত্রীরা। তবে ১০ দিনের এই সকালের শিফটের সময়সীমা আগামীতে বাড়ানো হবে কি না আবহাওয়ার নিরিখে তার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অধ্যক্ষ। অন্য দিকে স্কুলের এই সিদ্ধান্তে খুশী অভিভাবক মহল ও পড়ুয়ারা।
আরও পড়ুন: করোনার মাঝেই বাড়ছে কালাজ্বরের প্রকোপ, আক্রান্তদের পাকাবাড়ি-শৌচাগার করে দেবে রাজ্য
অন্য দিকে, রেকর্ড পরিমাণ তাপমাত্রায় কালঘাম ছুটছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি) চালক ও কন্ডাক্টরদের জন্য পানীয় জল ও গ্লুকোজের ব্যবস্থা করল।
আরও পড়ুন: ‘৩৪ ইঞ্চি মাস্ট’! পুজোয় আরও কালারফুল মদন মিত্র
শনিবার কোচবিহারে বাস টার্মিনাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে কর্মীদের হাতে জলের বোতল ও গ্লুকোজ তুলে দেন এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিমবাবু জানান, কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।