টোকিও থেকে ফিরেই ১ দিনের হায়দরাবাদ সফরে যাবেন মোদি
Connect with us

দেশের খবর

টোকিও থেকে ফিরেই ১ দিনের হায়দরাবাদ সফরে যাবেন মোদি

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কোয়াড সামিট শেষ হতে না হতেই ঘোষিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সফর সূচি। সূত্রের খবর, টোকিও সফর শেষ করেই একদিনের জন্য হায়দরাবাদ এবং চেন্নাই সফর করবেন তিনি।

সূত্রের খবর, আগামী ২৬ মে ‘Indian School of Business’ এর একটি অনুষ্ঠানে যোগ দিতে হায়দরাবাদ যাবেন মোদি। সেখান থেকে চেন্নাই সফরও করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এছাড়াও পরিকাঠামো উন্নয়ন, জনসংযোগ বাড়ানো এবং ওই অঞ্চলে জীবনযাত্রার মান আরও উন্নয়নের জন্য বেশকিছু পদক্ষেপের কথাও ঘোষণা করতে পারেন তিনি। প্রধানমন্ত্রী চেন্নাইতে ৩১,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের ১১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই প্রকল্পগুলি এই অঞ্চলে আর্থ-সামাজিক সমৃদ্ধি উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সাহায্য করবে, বিভিন্ন সেক্টরে একটি রূপান্তরমূলক প্রভাব ফেলবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও সাহায্য করবে।

Advertisement

আরও পড়ুন: বাড়ছে পৃথিবীর উষ্ণতা! ২০২২ সালে ৩০ গুণ গরম বৃদ্ধি পেয়েছে ভারতে, দাবি রিপোর্টে

জানা গিয়েছে, চেন্নাইতে প্রধানমন্ত্রী ২,৯০০ কোটি টাকারও বেশি মূল্যের পাঁচটি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ৭৫ কিলোমিটার দীর্ঘ মাদুরাই-টেনি (রেলওয়ে গেজ রূপান্তর প্রকল্প), ৫০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নব নির্মিত এই প্রকল্পগুলি এই অঞ্চলে পর্যটনকে উত্সাহিত করবে।

আরও পড়ুন:‘আপনি এখন ঘুমাতে পারেন…’ কোয়াডের মঞ্চে আলবিনেজকে বার্তা বাইডেনের

Advertisement

তাম্বারাম – চেঙ্গলপাট্টুর মধ্যে ৩০ কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেললাইন, ৫৯০ কোটি টাকারও বেশি একটি প্রকল্প ব্যয়ে নির্মিত। যা শহরতলি অঞ্চলের পরিষেবাগুলি চালানোর সুবিধা দেবে। এইভাবে বৃহত্তর বিকল্পগুলি সরবরাহ করবে এবং ভ্রমণকারীদের জন্য আরাম বাড়বে। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহুরে লাইট হাউস প্রকল্পের অংশ হিসাবে নির্মিত ১,১৫২টি বাড়ির উদ্বোধনও করতে দেখা যাবে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.