আন্তর্জাতিক
করোনা কালে অবদানের জন্য দেশের আশাকর্মীদের বিশেষ সম্মান হু’র

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা কালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দেশের প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে তাঁদের অবদান কোনও অংশে কম ছিল না। প্রত্যন্ত এলাকায় পৌঁছে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। কোভিডকালে অসাধারণ পরিষেবা দেওয়ার জন্য সেই আশাকর্মীদের এবার সম্মানিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। রবিবার ভারতের ১০ লক্ষ আশাকর্মীকে সম্মান জানিয়েছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত ‘গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এই বিশেষ সম্মান জানানো হয় দেশের আশাকর্মীদের।
আশাকর্মীদের এই সম্মান জানাতে গিয়ে হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রোস আদানম গ্যাব্রিসাস বলেছেন, ‘করোনা অতিমারি আবহে সাধারণ মানুষকে সঠিক পথ দেখিয়ে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ১০ লক্ষ আশাকর্মীকে আমরা সম্মান জানাচ্ছি। গ্রামের দরিদ্র মানুষরা যাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা পান, তাও নিশ্চিত করেন এই আশাকর্মীরা।’ বিশ্ব স্বাস্থ্যের উন্নতি এবং আঞ্চলিক স্বাস্থ্য সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য রবিবার ছ’টি পুরস্কার দিয়েছে হু।
অতিমারির সময় দেশ জুড়ে যখন লকডাউন চলছে, মৃত্যু ভয়ে কাঁপছে গোটা দেশ তখন দেশের আশাকর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে পৌঁছে করোনা সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে পরিবারে কেউ করোনা আক্রান্ত হয়েছে কি না তার খোঁজ নেওয়ার পাশাপাশি অন্য কোনও শারীরিক সমস্যা দেখা গিয়েছে কি না সেই খোঁজ খবরও প্রতিনিয়ত রাখতেন আশাকর্মীরা। করোনার টিকা দেওয়ার পাশাপাশি টিকা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও বিশেষ ভূমিকা নিয়েছেন আশাকর্মীরা। তাঁদের এই অবদানকেই বিশেষ সম্মান জানাল হু।