বাংলার খবর
“দিদির দূত, নেতা-মন্ত্রীদের গ্রামে ঢোকা নিষেধ।” কড়া পদক্ষেপ গ্রামবাসীদের
পঞ্চায়েত ভোটের আগে কড়া পদক্ষেপ গ্রামবাসীদের । বহু ভোট এসেছে, আবার সেই ভোট গিয়েছে। কিন্তু প্রতিশ্রুতি পূরণ করেননি কোন নেতা- মন্ত্রী।

বেঙ্গল এক্সপ্রেস, মালদহ: পঞ্চায়েত ভোটের আগে কড়া পদক্ষেপ গ্রামবাসীদের । বহু ভোট এসেছে, আবার সেই ভোট গিয়েছে। কিন্তু প্রতিশ্রুতি পূরণ করেননি কোন নেতা- মন্ত্রী। তাই এবারের পঞ্চায়েত ভোটের আগেই নিজেদের দাবিতে অনড় হয়ে বসেছে মালদহের মঙ্গলবাড়ির বাসিন্দারা। এলাকায় দেওয়ালে লিখনে রয়েছে, “দিদির দূত, নেতা-মন্ত্রীদের গ্রামে ঢোকা নিষেধ।” এমন শ্লোগানের আক্ষরিক দৃষ্টান্ত দিয়েছেন বাসিন্দারা।
ঘটনাটি পুরাতন মালদহের মঙ্গলবাড়ীর পাঁসি পাড়া এলাকায়, স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে তাদের দাবী, ভোট এলে শুধুই মেলে প্রতিশ্রুতি, যেখানে কাজের নামে ফাঁকা । বাসিন্দাদের দাবী, অই এলাকার দুর্দশাগ্রস্ত রাস্তা । এদিনের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন তারা, একাধিকবার তাঁরা রাস্তার দাবি জানিয়েছেন, তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন । কাজের কাজ কিছু হয়নি, খালি প্রতিশ্রুতি মিলেছে। সেই কারণেই এবারের পঞ্চায়েত ভোটের আগে কড়া পদক্ষেপ নিয়েছেন সকল গ্রামবাসী। সুত্রের খবরে জানা যায়, ইতিমধ্যেই ওই মালদহের মঙ্গলবাড়ীর পাঁসি পাড়া এলাকার অধিকাংশ বাড়িতেই দেওয়াল লেখা হয়ে গিয়েছে। তবে ভোটের প্রচার নয়, দেওয়ালে লেখা, “দিদির দূত, নেতা-মন্ত্রীদের গ্রামে প্রবেশ নিষেধ।”
আরও পড়ুন – “বিমানের জানালা খুলুন গুটখার পিক ফেলব” যাত্রীর আবদারে হতবাক বিমান সেবিকা
রিতিমত শোরগোল পড়ে গিয়েছে মঙ্গলবাড়ি সংলগ্ন এলাকায় এমন দেওয়াল লিখনকে কেন্দ্র করে । গ্রামবাসীরা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। গ্রামবাসীরা বলেন, আমরা কারো সাথে দেখা করতে চাইনা, আগে রাস্তা হোক তারপর দেখা যাবে। গ্রামে কাউকে প্রবেশ করতেও দেবেন না তাঁরা, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মালদার মত উন্নত শহর ঘেঁষা এলাকায় কেন এতদিন ধরে রাস্তা নিয়ে দুর্ভোগ, তাও অজানা রয়েই গেলো।