বাংলার খবর
ট্যাংরার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবার দুপুরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ট্যাংরায় কারখানায়। আগুনের তীব্রতা এটাই বেশি ছিল যে শিয়ালদহ স্টেশন থেকেও দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। দাউদাউ করে জ্বলছে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে বিদ্যুৎগতিতে কাজ। ট্যাংরার ক্রিস্টেফার রোডের যেখানে আগুন লেগেছে তার আসেপাশে রয়েছে বড় বড় বহুতল। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
আগুনের তীব্রতা এতটাই বেশী যে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কোনও দাহ্য পদার্থ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। উল্লেখ্য, এর ঠিক একমাসে আগে সেদিনও ছিল রবিবার। রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ট্যাংরায়। যেখানে আগুন লেগেছে বলে খবর পাওয়া গিয়েছিল, সেখানে পর পর অনেকগুলো প্ল্যাস্টিকের গুদাম এবং কারখানা রয়েছে। প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল।
আরও পড়ুন: ট্যাংরায় প্লাস্টিকের গুদামে আগুন
রবিবার সকালে ট্যাংরার ডিসি দে রোডে কিলখানার কাছে এক প্লাস্টিক গোডাউনে আচমকাই আগুন দেখতে পাওয়া যায়। এই ঘটনার জানা জানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। নিমেশের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। শুধু আগুন লাগাই নয়, ওই গুদামে বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায়। বিস্ফোরণের পর আগুন পাশের দু’টি গুদামেও ছড়িয়ে যায়। একসাথে তিনটি গুদামে আগুন লেগে যায়। খবর দেওয়ায় হয় দমকলে।