দেশের খবর
জামশেদপুর টাটা স্টিল প্ল্যান্টে বিধ্বংসী আগুন, জখম ৩

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জামশেদপুর টাটা স্টিল প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।
এদিকে আগুন লাগার ঘটনা নিয়ে এদিন একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে টাটা সংস্থার তরফে। বিবৃতিতে জানানো হয়েছে যে, শনিবার সকাল ১০টা২০মিনিট নাগাদ ওই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন কারখানার ৩ জন শ্রমিক। তাঁরা সবাই বর্তমানে সংস্থার নিজস্ব হাসপাতালেই চিকিৎসাধীন।
আরও পড়ুন: আরও মহার্ঘ জ্বলানি! বাড়ল রান্নার গ্যাসের দাম
জানা গিয়েছে, এদিন সকাল ১০টা ২০ নাগাদ জামশেদপুর প্ল্যানেটের ৬ নম্বর কোক ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় নষ্ট হয়ে গিয়েছে ব্যাটারিটি। বিষাক্ত কালো ধোঁয়া বেরোতেই থাকে ওই প্ল্যান্ট থেকে।
এদিকে আচমকা বিস্ফোরণের শব্দে হতচকিত হয়ে পড়েন কারখানার অন্যান্য কর্মচারীরা। আতঙ্কিত হয়ে এদিকওদিক ছোটাছুটি করতে থাকেন। যদিও এই ঘটনায় কোনও মৃত্যুর খবর না মিললেও দমকল বাহিনী এবং জেলা-পুলিশ প্রশাসনের সহায়তায় দ্রুত বাকি কর্মচারিদের উদ্ধার করে বাইরে বের করে আনা হয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও মৃত্যুর খবর না মিললেও গুরুত্বর জখম হয়ে টাটার নিজস্ব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন কর্মচারী।
আরও পড়ুন: দিল্লিতে হামলার ছক ভেস্তে দিল পুলিশ, জালে ৪ খলিস্তানী জঙ্গি
এদিকে মর্মান্তিক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত শোরেনও টুইট করেন। টুইটে তিনি বলেন, ”জামশেদপুর টাটা স্টিল প্ল্যান্টে অগ্নিকাণ্ডের খবর উদ্বগজনক। টাটা এবং জেলা প্রশাসন একসঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ধারকাজ চালাচ্ছে। ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”