বাংলার খবর
রাখে হরি মারে কে! আগুনের হাত থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ রাঁধুনির, লুফে নিলেন সহকর্মীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার ভরদুপুরে বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের রবীন্দ্র স্ট্যাচু মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে।
সূত্রের খবর, বেসরকারি ওই নার্সিংহোমের তিনতলার রান্নাঘরে আগুন লাগে। সিলিন্ডার ফেটে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শুধু তাই নয়, আগুনের হাত থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ দেন এক রাধুনি। যদিও নিচ থেকে তাঁকে লুফে নেন তাঁর সহকর্মীরা। যারফলে প্রাণে বেঁচে যান তিনি।
আরও জানা গিয়েছে, আগুনের আতঙ্কে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন রোগী ও রোগীর আত্মীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। এরপরদমকল ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রান্নার গ্যাস থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যদিও কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: দুধ জ্বাল দিলেই রাবারের মতো দলা পাকিয়ে যাচ্ছে, জেলাজুড়ে চাঞ্চল্য
অন্যদিকে, নির্মীয়মান বাড়ির ভিতর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। খুন করা হয়েছে অভিযোগ পরিবারের। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংলিশবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর লেক গার্ডেন এলাকায়।
জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সমীর রায় (৩০)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংলিশ বাজার থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলরের স্বামী সন্তোষ কর্মকার। জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকায় নির্মীয়মান একটি বাড়ির সিঁড়ির নীচে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এটি খুন না আত্মহত্যা তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।
আরও পড়ুন: রাইসিনা হিলে দ্রৌপদী মুর্মু, জেলায়-জেলায় সেলিব্রেশন মুডে BJP
মৃতের দাদা অমিত রায়ের অভিযোগ, তার ভাইকে খুন করা হয়েছে। কারণ তার ভাইয়ের মুখে রক্ত এবং মাথায় আঘাত রয়েছে। অন্যদিকে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকারের স্বামী সন্তোষ কর্মকার জানান, পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। এলাকায় আগে এই ধরনের ঘটনা ঘটেনি।