দেশের খবর
Mumbai Fire: কালো ধোঁয়ায় ঢাকল আন্ধেরির আকাশ, বাণিজ্যনগরীতে আগুন আতঙ্ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের অগ্নিকাণ্ড! শুক্রবার বিকেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল মুম্বইয়ের আন্ধ্রেরী এলাকার একটি বাজারে। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ইতিমধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
মুম্বই সংবাদমাধ্যম অনুসারে, মুম্বই সদর বাজারের কাছে চিত্রকূট গ্রাউন্ডে লেভেল 2-এ আগুন লেগেছে। প্রায় ১০০০ বর্গফুট এলাকা জুড়ে আগুন লেগেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দশটি দমকল ইঞ্জিন এবং দুটি জলের ট্যাঙ্ক পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেছে। আর রণবীর এবং শ্রদ্ধার ছবির সেটে আগুন লাগার খবর ছড়িয়ে পেয়েই ভক্তদের মধ্যে উদ্বিগ্নের সৃষ্টি হয়েছে। গোটা সেট আগুনে পুড়ে গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হয়নি। আপাততঃ ওই শ্যুটিং গ্রাউন্ডটি সিল করা হয়েছে।
ওই সেটের একটি সূত্র জানিয়েছে, রণবীর এবং শ্রদ্ধা আজ শুটিং করছেন না। লাভ রঞ্জনের পরিচালনায় রণবীর- শ্রদ্ধা অভিনীত এই ছবির সেটে সবচেয়ে বড় গানের শ্যুটিং সম্পূর্ণ করার কথা রয়েছে। যেখানে ৪০০ জন ডান্সারের এই গানে অংশ নেওয়ার কথা রয়েছে। এমনকি শ্রদ্ধা কাপুর এবং রনবীর এই গানের কিছু অংশ শ্যুটিং শুরুও করেছিলেন। কিন্তু শ্রদ্ধা আচমকা অসুস্থ হয়ে পড়ায় শুটিং বন্ধ রাখতে হয়েছিল। আগামী পরশু থেকেই এই গানের শ্যুটিং শুরু করার কথা রয়েছে। সূত্রের মতে, সেটে চূড়ান্ত আলোকসজ্জার সময় এই ঘটনাটি ঘটায় আগুন থেকে বাঁচতে গিয়ে কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন এবং তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। সেটের ক্ষতি সম্পর্কে একটি ইংরেজি প্রতিবেদন অনুযায়ী, “ওই সেটের তিনটি তলাই পুড়ে গিয়েছে।”
Video Image of fire at Chitrakoot Studio Andheri Mumbai. @mieknathshinde @Dev_Fadnavis @CPMumbaiPolice pic.twitter.com/0DTfAk7VbG
— Sameet Thakkar (@thakkar_sameet) July 29, 2022