দিল্লিতে হামলার ছক ভেস্তে দিল পুলিশ, জালে ৪ খলিস্তানী জঙ্গি
Connect with us

দেশের খবর

দিল্লিতে হামলার ছক ভেস্তে দিল পুলিশ, জালে ৪ খলিস্তানী জঙ্গি

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের বানচাল হল বড়সড় নাশকতার ছক। হরিয়ানার কারনাল জেলা থেকে পুলিশের জালে ধরা পড়ল ৪ খলিস্তানী জঙ্গি। বৃহস্পতিবার সন্দেহভাজন ওই ৪ জঙ্গিকে কারনাল জেলার একটি টোলপ্লাজা থেকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, ধৃতদের রাজধানী দিল্লিতে নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল। তার আগেই ওই ৪ খলিস্তানী জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয় হরিয়ানা পুলিশ। পুলিশ জানিয়েছেন ধৃতরা হল, গুরুপ্রীত-আমনদীপ এবং পরমিন্দর-ভূপিন্দর।

ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র। যেগুলি ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে তাদের কাছে পৌঁছয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতদের সঙ্গে আইএসআই-এর যোগ রয়েছে। এছাড়াও তারা প্রত্যেকেই পঞ্জাবের বাসিন্দা।

Advertisement

আরও পড়ুন: পাঁচ বছর পর মায়ের কাছে যোগী, টুইট করে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

পুলিশ জানিয়েছে, ধৃত ওই ৪ জনের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩১টি কার্তুজ, বিস্ফোরক বোঝাই বাক্স, ৬টি মোবাইল ফোন। এছাড়াও মিলেছে নগদ প্রায় দেড় লাখ টাকা। সবকিছুই খলিস্তানী জঙ্গি হরজিন্দর সিং রিন্ডা মারফৎ পাকিস্তানের ফিরোজপুর জেলা থেকে ড্রোনের মাধ্যমে তাদের কাছে আসছিল।

পুলিশ সূত্রে খবর, রিন্দা আদিলাবাদের একটি লোকেশন অ্যাপ ব্যবহার করে ওই অস্ত্রশস্ত্রগুলি পাঠিয়েছিল। অভিযুক্তরা অতীতেও ফিরোজপুর থেকে এই ধরনের অস্ত্র ও গোলাবারুদ পেয়েছে।

Advertisement

ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া চারজন ছাড়াও, পাকিস্তানের বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) সন্ত্রাসী, হরবিন্দর সিং রিন্দা এবং বাটালা, রাজবীর সিং-এর নামেও এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, হরজিন্দর সিং ওরফে রিন্দা সান্ধু, যে বর্তমানে পাকিস্তানে লুকিয়ে রয়েছে। চণ্ডীগড় পুলিশ হত্যা, খুনের চেষ্টা, চাঁদাবাজি এবং অস্ত্র আইন সহ চারটি ফৌজদারি মামলায় সে রয়েছে মোস্ট ওয়ান্টেডের তালিকায়। তার বিরুদ্ধে হওয়া এই মামলাগুলি গত ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে দায়ের করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে রিন্দা জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে নেপাল হয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল।

এগুলি ছাড়াও, রিন্দার নামে পঞ্জাব ও মহারাষ্ট্রে এক ডজনেরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। সূত্রের খবর, বছর ৩৫ এর আইএসআই কট্টর রিন্দা বর্তমানে লাহোরে রয়েছেন।

Advertisement

আরও পড়ুন: আমাদের রাজ্যে লোডশেডিং হয় না: মমতা বন্দ্যোপাধ্যায়

অনুমান গত বছর ৮ নভেম্বর নাওয়ানশহর ক্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি (সিআইএ) ভবনে সে সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন বলেও সন্দেহ করা হচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তানে প্রবেশের পর, অন্যান্য খলিস্তানি জঙ্গিদের সঙ্গে মিশে গিয়ে রিন্দা পঞ্জাবে সন্ত্রাসবাদী কার্যকলাপে মেতে উঠেছিল।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.