উৎসবের আবহে বিষাদের ছায়া, মর্মান্তিক পথ দুর্ঘটনায় জখম শিশু সহ ১৫
Connect with us

বাংলার খবর

উৎসবের আবহে বিষাদের ছায়া, মর্মান্তিক পথ দুর্ঘটনায় জখম শিশু সহ ১৫

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রঙের উৎসবের সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা টোটোর পিছনে লরির ধাক্কায় গুরুতর আহত ৫ শিশুসহ মোট ১৫ জন। ঘটনায় দ্রুত জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার নারায়নপুর মিশন রোড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কিশান্গঞ্জ থেকে প্রায় ১৫ জন পরিবারের সদস্যরা মালদার গাজলের পান্ডুয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন দারগা করতে। এরপর তাঁরা মালদা টাউন স্টেশন থেকে একটি টোটোতে সকলে ওঠেন পান্ডুয়ার উদ্দেশ্যে।

আরও পড়ুন: করোনাবিধি মেনে দোল উৎসব পালিত হচ্ছে বেলুড়মঠে

Advertisement

জানা গিয়েছে, সেই সময় নারায়নপুর মিশন রোড এলাকায় পিছন দিক থেকে আসা একটি লরি তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় টোটো চালক সহ সকলেই আহত হন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই সকলকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় টোটো চালক গৌতম দাস সহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে জলসা শুনতে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদের বড়ঞার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। ঘটনায় গুরুতর আহত আরও চারজন। বৃহস্পতিবার রাত্রে ঘটনাটি ঘটেছে, কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কের বড়ঞা থানার রামরামপুর এলাকায়।

আরও পড়ুন: অদিতির ‘মুন্সিয়ানায়’ বিধানসভায় বসন্তের রঙিন আমেজ! রবীন্দ্র সঙ্গীত দিয়েই শেষ হল এই সপ্তাহের অধিবেশন

Advertisement

জানা গিয়েছে, স্থানীয় গ্রামে,জলসা শুনতে যাবার সময় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ছোট গাড়ি। আর যার জেরে ঘটনায় গুরুতর আহত হন গাড়ির ড্রাইভার সহ চারজন। জখমদের দ্রুত উদ্ধার করে
বড়ঞা থানার পুলিশ কান্দি মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আরও পড়ুন: বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২

যদিও পরে সেখান থেকে তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সময় মৃত্যু হয় নয়ন শেখ নামের একজনের। বাকি আহত, মুন্না সেখ সুমন শেখ গোপাল শেখ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের গ্রামজুড়ে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement