বাংলার খবর
বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন।বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমে। বৃহস্পতিবার দুপুরে বীরভূম জেলার মল্লারপুর থানার রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নং জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছেন, মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় বাসের দু’জন যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। জখমদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আরও জানা গিয়েছে, দুর্ঘটনার সময় যাত্রীবাহী একটি বেসরকারি বাস সিউড়ি থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি পাথর বোঝাই লরি।
আরও পড়ুন: রাত পোহালেই দোল, শিশুদের মন জিততে বাজার মাত করছে ‘পুষ্পা’ পিচকারী
আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের দুই যাত্রী। অন্যদিকে সজোরে এই সংঘর্ষের কারণে বাসের এক দিকের অংশ সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যায়।এছাড়াও বাকি ৬ জন যাত্রীকে আহত অবস্থায় রামপুরহাট গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
এদিকে বাস আর লরির এই দুর্ঘটনার জন্য এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং বেশ কিছুক্ষণ ধরে যানজটে স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক। তবে দুর্ঘটনার পর মল্লারপুর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রত্যেক যাত্রীকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় এবং তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
আরও পড়ুন: CPIM-এর রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম, বাদ বিমান-সূর্য
অন্যদিকে এদিন ধানের তুষের আড়ালে গরু পাচার রুখে দিলো পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি পুলিশ ফাঁড়ি এলাকায়।
পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার সকালে রাস্তায় নজরদারি চালানোর সময় একটি পিকআপ গাড়িকে থামিয়ে তল্লাশি করলে এই ঘটনার হদিশ পাওয়া যায়। ধানের তুষের বস্তার পিছনে রাখা ১০টি গরুকে লুকিয়ে নিয়ে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। তবে পুলিশের চেকিং-এ দাঁড়ানোর সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যায় বলে ক্রান্তি পুলিশ ফাঁড়ি ওসি পি সি হারাধন দাস জানিয়েছেন।