অদিতির 'মুন্সিয়ানায়' বিধানসভায় বসন্তের রঙিন আমেজ! রবীন্দ্র সঙ্গীত দিয়েই শেষ হল এই সপ্তাহের অধিবেশন
Connect with us

বাংলার খবর

অদিতির ‘মুন্সিয়ানায়’ বিধানসভায় বসন্তের রঙিন আমেজ! রবীন্দ্র সঙ্গীত দিয়েই শেষ হল এই সপ্তাহের অধিবেশন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত ১০ দিনে একের পর এক বিতর্কে উত্তাল হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। এত বিতর্কের মাঝেও বিধানসভাতে বসন্তের রঙিন আমেজ। গানে গানেই শেষ হল এই সপ্তাহের অধিবেশন। শুক্র ও শনিবার রাজ্য ও দেশ জুড়ে পালিত হবে দোল ও হোলি উৎসব। বৃহস্পতিবার অধিবেশন শেষ করার আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার সকল সদস্যকে দোলের আগাম শুভেচ্ছা জানান। তারপরই তিনি গান দিয়ে অধিবেশন শেষ করার ইচ্ছা প্রকাশ করেন।

এবং বলেন, ‘আমাদের বিধায়কদের মধ্যে অনেকেই ভালো গান করেন। অনেক সঙ্গীত শিল্পী রয়েছেন। তাঁদেরকেই আমি অনুরোধ করছি একটি গান গাওয়ার। গান দিয়েই শেষ হোক অধিবেশন।’ স্পিকারের এই অনুরোধে সাড়া দিয়ে, খালি গলাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল’ গান গেয়ে ওঠেন রাজারহাট গোপালপুরের বিধায়িকা তথা বিশিষ্ট সংগীত শিল্পী অদিতি মুন্সি। তাঁর গানের মধ্য দিয়েই গুমোট ও গুরুগম্ভীর পরিবেশ কাটিয়ে বিধানসভার দরজা দিয়ে ঢুকল বসন্তের রঙিন আমেজ। যদিও আগেই ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছিলেন বিজেপি বিধায়করাও। তাঁর গানের শেষে স্পিকার-সহ উপস্থিত বিধায়করা টেবিল চাপড়ে অভিনন্দনও জানান। গত ৭ তারিখ শুরু হয়েছিল বাজেট অধিবেশন।

আরও পড়ুন – বিধানসভায় কৃষ্ণ কল্যাণী সহ চার বিধায়কের আসন বদল, মুকুল রায়ও পেলেন নতুন আসন

Advertisement

আরও পড়ুন –  CPIM-এর রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম, বাদ বিমান-সূর্য

প্রথম দিনেই রাজ্যপালের উদ্বোধনী ভাষণ নিয়ে বিতর্ক তৈরি হয় বিধানসভায়। বিজেপি বিধায়কদের হই হট্টগোলে ভাষণ না দিয়েই বিধানসভা ছেড়ে বেরিয়ে যেতে চান রাজ্যপাল। তাঁকে ঘিরে রাখেন শাসকদলের মহিলা বিধায়করা। শেষে ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েই বিধানসভা ছাড়েন রাজ্যপাল। এরপরে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের মহিলা বিধায়কদের বিরুদ্ধে রাজ্যপালকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ ওঠে। সেই নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। প্রতিদিনই একাধিক অভিযোগ করে বাজেট অধিবেশন বয়কট করেছেন বিজেপি বিধায়করা। গত বুধবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ চার বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বাড়িতে আয়কর হানা এবং গুলি করে হত্যার অভিযোগ আনেন। সেই নিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা সহ রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী বিরুদ্ধে চার বিধায়কের আনা স্বাধীকার ভঙ্গের নোটিশ বিধানসভায় গৃহীত হয়েছে বৃহস্পতিবারই। আর এই দিনই সম্পূর্ণ অন্য এক পরিবেশের মধ্য দিয়ে শেষ হল এ সপ্তাহের বাজেট অধিবেশন।

Advertisement
Continue Reading
Advertisement