বাংলার খবর
বিফলে চিন্তন বৈঠক, লকেটকে পালটা তোপ দিলীপের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলার মসনদ দখলের মরিয়া চেষ্টা। ভোটের ময়দানে নিজেদের সাফল্য তুলে ধরতে চেষ্টার কোনও কসুর করেননি বঙ্গ বিজেপির নেতা-কর্মীরা। এমনকি নির্বাচনের সময় কেন্দ্রীয় নেতামন্ত্রীদের রাজ্যে এনে বাংলার মানুষের মন পাওয়ার এবং ভোটে জেতার মরিয়া চেষ্টায় ছিল পদ্ম শিবির (BJP)। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের মতোই ২০২২ সালের বাংলার পুরযুদ্ধেও সবুজ ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিজেপির বাংলা দখলের স্বপ্ন।
আর তারপর থেকেই ভোটের বাজারে ভরাডুবি নিয়ে চলছে একে অপরকে দোষারোপ করার পালা। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে, বিজেপি দলের মধ্যেই ক্রমশ বাড়ছে গোষ্ঠীকোন্দল। শুধু তাই নয়, পুরভোটে বিজেপির আসন সংখ্যা নিয়ে শনিবার বিজেপির ডাকা চিন্তন বৈঠকে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন চুঁচুড়ার বিজেপি সাংসদ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।
জানা গিয়েছে, দলের চিন্তন বৈঠকে সংগঠন ও দলের পরিস্থিতি নিয়ে লকেট যে ক্ষোভ উগরে দিয়েছিলেন তার প্রেক্ষিতে এদিন সাংবাদিকদের কাছে বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ”চিন্তন বৈঠক ছিল নির্বাচন এবং বর্তমান সময়ে আগামী দিনে কি হওয়া উচিত তা নিয়ে সবাই সবার বক্তব্য রেখেছেন। কিন্তু কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল ত্রুটি ধরে তাহলে তার দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন ওঠে।”
আরও পড়ুন: ‘দায়িত্ব এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে’, তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের
দিলীপ ঘোষের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ”আমি যা বলেছি দলের ভিতরে বলেছি। মিডিয়ার সামনে বলিনি। মিডিয়া কি স্পেকুলেট করল সেটা আমার দেখার কথা নয়। আর আমি মনে করি দিলীপ দা সবটাই জানেন। তিনি মিডিয়ার সামনে এমন কথা বলতে পারেন বলে আমি মনে করিনা।”
আরও পড়ুন: ‘দুয়ারে লক্ষ্মীর ভাণ্ডার’, ফর্ম নিয়ে ইটভাটায় ছুটলেন মহাকুমা শাসক
উল্লেখ্য, রবিবার উত্তরপাড়ায় দলের একটি কর্মসূচীতে যোগ দিতে এসে একথা বলেন হুগলির ওই সাংসদ। এছাড়াও মুখ্যমন্ত্রীর বিমানে সমস্যা হওয়া প্রসঙ্গে এদিন তিনি বলেন, ”আমরাও অনেক বিমানে চেপেছি অনেক সময় অনেক সমস্যা হয়। সেগুলো নিয়ে কাউকে দোষ দিই না। উনি ভালো থাকুক সুস্থ থাকুক। এধরনের কথা বলা বন্ধ করুন। মানুষ এসব নিয়ে হাসাহাসি করে।”