বাংলার খবর
আনিস হত্যাকাণ্ড: দোষীদের শাস্তির দাবিতে জেলায়-জেলায় CPIM এর প্রতিবাদ মিছিল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাম (CPIM) ছাত্র নেতা আনিস (Anish Khan) হত্যার সুবিচারের দাবিতে এবং ছাত্রনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ যেসব ছাত্রনেতাদের পুলিশ গ্রেফতার করেছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনে নেমেছে সিপিএম তথা বামফ্রন্ট। রবিবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে এই আন্দোলনে শামিল হল উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট।
জানা গিয়েছে, ছাত্র নেতা আনিস খুনের প্রতিবাদে এবং পুলিশের নৃশংসতার প্রতিবাদ জানিয়ে রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিলে শামিল হয় সিপিআইএম (CPIM),আর এস পি (RSP) সহ তাঁদের ছাত্র সংগঠনের নেতৃত্ব। রবিবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি (Siliguri) মোড় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। এরপর মিছিল রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে থানা রোড হয়ে রায়গঞ্জ গার্লস হাইস্কুল মোড়ে গিয়ে শেষ হয়। বাম সংগঠনের এই প্রতিবাদ মিছিলে ছিল একটাই স্লোগান, ‘পুলিশের হাতে ছাত্র নেতা আনিস খুনের ঘটনার বিচার চাই এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সাধারন সম্পাদিকা তথা সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া ছাত্র নেতাদের নিঃশর্ত মুক্তি চাই’।
উল্লেখ্য, আনিস হত্যাকাণ্ডের পর থেকে সারদাপল্লীর খাঁ পাড়াতে বেড়েছে একের পর এক নামি দামি লোকের আনাগোনা। শনিবার দুপুরে আনিশের বাড়িতে যান বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury )। এদিন তিনি মৃত ছাত্রনেতার বাড়িতে এসে তাঁর বাবা সালেম খান ও দাদা বশির খানের সঙ্গে কথা বলেন। তাঁদের দাবির প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন তিনি। আগেই আসতেন তবে লোকসভা ও পৌরসভার নির্বাচনের কারণে আসতে দেরি হল বলে জানান অধীর চৌধুরী। শাসক দলের থেকে অনেক হুমকি ও ভীতি প্রদর্শনের কথাও সালেম খান জানান তাঁকে।
আরও পড়ুন: ভোট মিটতেই আনিসের বাড়িতে অধীর চৌধুরী
প্রসঙ্গত, শনিবার সকাল থেকে বারেবারে পুলিশ ও সিটের সদস্যরা সালেম খানের বাড়িতে এসে তাঁকে রাজ্য পুলিশের তদন্তের জন্য রাজি করানোর চেষ্টা করেন। তবে রাজ্যের পুলিশ ও তাঁদের তদন্তের উপরে কোনও ভরসা নেই বলেই জানিয়ে দেন আনিসের বাবা ও ভাই।