'নকুলদানা খাওয়ানোর লোক হাসপাতালে ভর্তি', সেই দায়িত্ব আমরা পালন করছি তোপ দিলীপের
Connect with us

বাংলার খবর

‘নকুলদানা খাওয়ানোর লোক হাসপাতালে ভর্তি’, সেই দায়িত্ব আমরা পালন করছি তোপ দিলীপের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে ফের রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন, ”রাজ্যের এর আগে কোনও ধর্ষণের ঘটনায় মোমবাতি মিছিল বের হতে দেখা যেত। তাতে বুদ্ধিজীবীদেরও মুখ দেখা যেত। কিন্তু সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় কোনও মোমবাতি মিছিল দেখা যায়নি। মোমবাতি দেখিয়ে পেট চলত। পেটে এত চর্বি হয়ে গিয়েছে আর হাঁটতে অসুবিধা হচ্ছে। মোমবাতি দেখিয়ে আগে দোকান চলত এখন মোমবাতি দেখালে দানাপাণির অসুবিধা হয়ে যাবে।”

আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ডে CBI জালে আরও ১

Advertisement

শুধু তাই নয় এদিন প্রাতঃভ্রমণে এসে বুদ্ধিজীবীদের নাম না করে দিলীপ ঘোষ আরও বলেন, ”ওঁদের কাছ থেকে এখন আর কিছু আশা করবেন না। সোশ্যাল মিডিয়া এখন শর্টকার্ট মাধ্যম হয়ে গিয়েছে।”

সুদীপ বন্দোপাধ্যায় সংসদে যাবেন স্পীকারের কাছে – এপ্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ”স্পীকার যা বলার বলবে। সবটাই প্রমান সাপেক্ষে। রাজ্যে ৪ জন এমএলএ চুরি করে রেখেছে। এরাজ্যে চুরি করে ওখানে বিচার চাইছে।”

আরও পড়ুন: ডিজিপি-ধনখড় সাক্ষাৎ, মহিলাদের উপর অপরাধ বেড়ে যাওয়া নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ

Advertisement

রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগের দাবি নিয়ে তিনি বলেন, ”যে রক্ষা করবে বলে মানুষ ভোট দিয়েছিল সেই এখন লুঠ করছে। কেন্দ্রের কাছে তাই আবেদন মানুষের স্বার্থ সুরক্ষিত করুক কেন্দ্রীয় সরকারের কাছে। পাশাপাশি এদিন
রামমন্দিরের প্রসাদ নকুলদানাও বিলি করেন দিলীপ ঘোষ। এই নিয়ে তিনি বলেন, ”
আমি সবাইকে রাম মন্দিরের প্রসাদ নকুলদানা খাওয়াচ্ছি। এতদিন যে নকুলদানা খাওয়াতো সে এখন হসপিটালের ভাত খাচ্ছে। সেই দায়িত্বটা নিতে হবে। বাকি জীবনটা লালুপ্রসাদের মত কাটবে। তার দায়িত্ব আমরা তাই পালন করছি।”