বাংলার খবর
রাতের অন্ধকারে অপহরণ করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ২০ বছরের কারাদণ্ড দিল আদালত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যজুড়ে ধর্ষণ কান্ড নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতর। ঘটনার নিন্দায় সরব সব পক্ষ। এরই মধ্যে জঙ্গলমহলে এক নাবালিকে ধর্ষণের ঘটনার অভিযোগে অপরাধীকে ২০ বছরের সাজার কথা শোনাল আদালত। শুধু তাই নয়, নির্যাতিতা ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে সবদিক খতিয়ে দেখে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে পক্সো আদালত।
জানা গিয়েছে, ১৩ বছরের এক নাবালিকাকে রাতের অন্ধকারে অপহরণ করে একটি নির্মিয়মান বাড়িতে সারা রাত আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে ওঠে। ঘটনার অপরাধে পষ্কো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও পাঁচমাস জেলের নির্দেশ দেন বিচারক।
পাশাপাশি ভিকটিম কম্পেনশেসন ফান্ড থেকে নির্যাতিতা যাতে ক্ষতিপূরণ পান তার জন্য তিন লাখ টাকা অ্যাওয়াড করে সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে
স্পেশাল কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শুভাশিস দ্বিবেদী জানান, এসব ক্ষেত্রে সরকারের সবসময় প্রচেষ্টা থাকে দ্রুততার সঙ্গে নির্যাতিতা যাতে বিচার পাই। অভিযুক্তর যাতে দ্রুত সাজা হয়। এক্ষেত্রে পুলিশ খুব দ্রুততার সাথে তদন্ত করে চার্জশিট পেশ করে।
আরও পড়ুন ‘নকুলদানা খাওয়ানোর লোক হাসপাতালে ভর্তি’, সেই দায়িত্ব আমরা পালন করছি তোপ দিলীপের
জানা গিয়েছে, অভিযুক্তর বাড়ি বিনপুর থানার ছোট শিরশি গ্রামে। ২০২০ সালে ২০ ফেব্রুয়ারি এক নাবালিকা সন্ধ্যাবেলা পাতকৃত্যর জন্য পুকুর পারে গেলে সেখান থেকে অভিযুক্ত তাকে অপহরন করে। এরপর একটি নির্মিয়মান বাড়িতে নির্যাতন ও ধর্ষণ করে সকালে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ। তারপর বাড়ি ফিরে এসে নাবালিকা পরিবারকে সমস্ত কথা খুলে জানালে ওই বছরই ২১ ফেব্রুয়ারি বিনপুর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে।