বগটুই হত্যাকাণ্ডে CBI জালে আরও ১
Connect with us

বাংলার খবর

বগটুই হত্যাকাণ্ডে CBI জালে আরও ১

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় CBI-এর হাতে ধরা পড়ল আরও ১ জন। বুধবার রাতে অভিযুক্ত ওই ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, ধৃতের নাম রিটন শেখ। বৃহস্পতিবারই ধৃতকে আদালতে তোলা হবে। বীরভূমের বগটুই গ্রামের তৃণমূলের উপ পঞ্চায়েত প্রধান ভাদু শেখের খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। চাঞ্চল্যকর এই ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে আনারুল হোসেনও।

আরও পড়ুন: ডিজিপি-ধনখড় সাক্ষাৎ, মহিলাদের উপর অপরাধ বেড়ে যাওয়া নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ 

Advertisement

বগটুই হত্যাকাণ্ডে লালন শেখের শ্বশুর সমীর শেখকে গ্রেফতার করেছিল সিবিআই। ভাদু শেখের ছায়াসঙ্গী ছিলেন সমীর শেখ। ভাদু শেখের বাড়িতে গিয়েও সেই সময় চলে জিজ্ঞাসাবাদ। এবার বগটুই ঘটনায় নয়া মোড়। মুম্বই থেকে ৪ জনকে গ্রেফতারের পর আরও ১ জনকে জালে পেল সিবিআই। প্রাথমিক তদন্তে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার অনুমান ঘটনার দিন এবং বগটুই গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ধৃতেরা প্রত্যেকেই প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে।

উল্লেখ্য, গত ২১ মার্চ সন্ধ্যায় মাঝরাস্তায় খুন হন বীরভূমের বগটুই গ্রামের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ। তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। পরদিন রাতের অন্ধকারে দশটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মর্মান্তিক এই হত্যালীলায় জীবন্ত পুড়ে ছাই হয়ে যায় দুই শিশু সহ আটজন। এরপরই হৈহৈ রব পড়ে যায় রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: অন্ডকোষে জমেছে পুঁজ, সময় ভালো যাচ্ছে না কেষ্টর

Advertisement

ঘটনার নিন্দায় সরব হয় বিরোধী দলের নেতামন্ত্রীরা। নৃশংস এই গণহত্যা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ঘটনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী সেই সময় এই ঘটনার প্রকৃত তদন্তের জন্য বাংলাকে সবরকমের সাহায্যের আশ্বাস দেন। প্রকৃত দোষীদের খুঁজে বের শাস্তির ব্যবস্থারও নির্দেশ দেন তিনি।