নূপুর শর্মার মন্তব্যে বিতর্কের ঝড়, গ্রেফতারির দাবিতে আন্দোলন বাংলাদেশে
Connect with us

আন্তর্জাতিক

নূপুর শর্মার মন্তব্যে বিতর্কের ঝড়, গ্রেফতারির দাবিতে আন্দোলন বাংলাদেশে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য। নূপুর শর্মা ইস্যুতে সড়গরম জাতীয় রাজনীতি। বিজেপির বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মার গ্রেফতারির দাবিতে এবার প্রতিবাদের আঁচ আছড়ে পড়ল বাংলাদেশেও।

জানা গিয়েছে, বাংলাদেশের অন্যতম বড় ইসলামিক রাজনৈতিক দল ‘ইসলামি আন্দোলন পার্টি’। এদিন বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দলের গ্রেফতারের দাবিতে রাজধানী ঢাকায় এক একটি প্রতিবাদ সভা করে বাংলাদেশের অন্যতম বড় ইসলামী রাজনৈতিক দল Islami Andolon Bangladesh। তাঁদের দাবি, BJP-র প্রাক্তন মুখপাত্র Nupur Sharma এবং Naveen Kumar Jindal-এর মন্তব্যের নিন্দা করে ‘resolution’ আনতে হবে বাংলাদেশের সংসদে।

Islami Andolon Bangladesh-এর ওই আন্দোলনে যোগ দেয় সম মনোভাবাপন্ন দলগুলিও। অংশগ্রহণকারীরা প্রথমে বিক্ষোভ দেখায় সেখানের Baitul Mokarram মসজিদের সামনে। তারপরে বৃষ্টি উপেক্ষা করেই যায় ঢাকায় ভারতীয় হাই কমিশনের অফিসের দিকে। যদিও শান্তিনগর এলাকায় তাদেরকে আটকে দেয় বাংলাদেশের পুলিশ। যদিও তাঁদের পাঁচ জনকে স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন: কেন্দ্রের ‘অগ্নিপথে’ অগ্নিগর্ভ বিহার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

ঢাকার বারিধারা এলাকায়, ডেপুটি পুলিশ কমিশনারের অফিসে ওই স্মারকলিপি জমা নেওয়া হয়। ওই এলাকাতেই ভারতীয় দূতাবাস অবস্থিত। ডেপুটি পুলিশ কমিশনার মহম্মদ আসাদুজ্জামান বলেন, ”আমরা ওই স্মারকলিপি জমা নিয়েছি। তা ভারতের হাই কমিশন অফিসে দিয়ে দেওয়াও হয়েছে।”

আরও পড়ুন: ৩০ ঘণ্টার জেরাতেও মেলেনি সব উত্তর, চতুর্থ দফায় রাহুল গান্ধীকে তলব ED-র

Advertisement

একই সঙ্গে বিক্ষোভকারীদের দাবি, হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে নিন্দা করতে হবে । কেন শেখ হাসিনা ও তাঁর সরকার এই নিয়ে প্রকাশ্যেই নিন্দা করে বিবৃতি দিচ্ছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। সেই সঙ্গে নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করতে হবে ভারতীয় আধিকারিকদের বলেও দাবি জানায় তাঁরা। তাঁদের অনেকেই ওই সভায় ভারত বিরোধী কথাও বলেন। নূপুর শর্মার ওই মন্তব্যের পরে ভারতীয় জিনিস বয়কট করার ডাকও দেন তাঁরা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.