আন্তর্জাতিক
কাবুলের গুরুদ্বারে বিস্ফোরণ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আফগানিস্তানের কাবুলের গুরুদ্বার কার্তে পারওয়ানে বিস্ফোরণ। শুধু তাই নয়, ওই ধর্মস্থলের ভিতরে ঢুকে বেশ কয়েকজনকে পণবন্দি করেছে দুই হামলাকারী। জীবিত অবস্থায় তাদের পাকড়াও করতে অভিযান শুরু করেছে তালিবানের বাহিনী।
জানা গিয়েছে, শিখ গুরুদ্বারে একদল জঙ্গি হামলা চালায়। গুরুদ্বারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। তারপর পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটায়। ঠিক কতজনের মৃত্যু হয়েছে বা কতজন জখম হয়েছেন, তা এখনও জানা যায়নি। প্রাথমিক তথ্য থেকে জানা যায় যে গুরুদ্বারের গেটের বাইরে বিস্ফোরণে অন্তত দুই আফগান নিহত হয়েছেন। তবে এই বিস্ফোরণের সময় গুরুদ্বারের ভেতরে ছিলেন ১৬ জন।
#WATCH | Explosions heard in Karte Parwan area of Kabul city in Afghanistan.
(Video Source: Locals) pic.twitter.com/jsiv2wVGe8
— ANI (@ANI) June 18, 2022
আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি শনিবার সকালে কাবুলে গুরুদ্বারের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা পুরো পরিস্থিতির উপর কাছ থেকে নজরদারি চালাচ্ছি। এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য হাতে এসে পৌঁছয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে কাবুল পুলিশ।”
As per info so far, 3 people have come out (of the Gurudwara) – 2 of them sent to hospital. Guard of the Gurudwara – a Muslim – died of bullets. 7-8 people are still believed to be trapped inside but numbers are not confirmed. Firing is still going on: Manjinder Singh Sirsa, BJP pic.twitter.com/qlQ38icfXS
— ANI (@ANI) June 18, 2022