দেশের খবর
৩০ ঘণ্টার জেরাতেও মেলেনি সব উত্তর, চতুর্থ দফায় রাহুল গান্ধীকে তলব ED-র

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ন্যাশনাল হেরাল্ড পত্রিকার বেআইনি আর্থিক তছরূপের মামলায় ৩০ ঘণ্টার জেরাতেও সন্তুষ্ট হতে পারেননি ইডি আধিকারিকরা। যার ফলে চতুর্থ দফায় ফের শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তলব করল ইডি (ED)।
জানা গিয়েছে, ‘National Herald’ মামলায় সোমবার (১৩ জুন) প্রথম ইডির মুখোমুখী হন কংগ্রেস সাংসদ। প্রথম দফায় তাঁকে ১০ ঘণ্টা জেরা করা হয়। তাতেও বেশকিছু প্রশ্নের উত্তর মেলেনি বলে জানিয়েছিলেন ইডি কর্তারা। এরপর ফের তাঁকে দু’দফায় মঙ্গল ও বুধবার ED-দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বুধবারও বোন প্রিয়াঙ্কা গান্ধী ভাদোরার সঙ্গে ইডি দফতরে হাজিরা দেন রাহুল গান্ধী। এদিন সকাল সাড়ে ১১’টা নাগাদ তাঁকে ইডির দফতরে নামিয়ে চলে যান প্রিয়াঙ্কা গান্ধী ভাদোরা। তারপর সেখান থেকে প্রায় রাত ৯’টা নাগাদ বেরোন রাহুল গান্ধী। যদিও এখনও এই মামলায় বেশকিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বলে শুক্রবার ফের কংগ্রেস সাংসদকে তলব করেন ইডি।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরামর্শ চেয়ে মমতা, অখিলেশদের ফোন রাজনাথ সিংয়ের
এদিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তছরূপের ঘটনায় রাহুল গান্ধীর যাবতীয় বয়ান অডিও-ভিডিয়ো করে রেকর্ডিং করে রাখা হচ্ছে। এছাড়াও তাঁর বক্তব্য লিখিত আকারেও জমা নেওয়া হচ্ছে। যাতে পরবর্তীতে কোনওরকম সমস্যা না হয়।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগের দুর্নীতির জের, ফের আক্রান্ত সংবাদমাধ্যম!
অন্য দিকে, ইডির দফতরে রাহুল গান্ধীকে বার-বার তলব নিয়ে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে বলে এদিন সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন অধীর চৌধুরি। রাহুলের উপর এই ঘটনায় লোকসভার স্পিকারের কাছে নালিশ করেছে কংগ্রেস। কংগ্রেসের প্রতিবাদ মিছিলের উপর অত্যাচার করেছে পুলিশ। থানাতেও দুর্ব্যবহার করেছে পুলিশ বলে অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় দেশজুড়ে রাজভবন অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস (Congress)