ক্রিকেটে নক্ষত্র পতন, গাড়ি দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস
Connect with us

খেলা-ধূলা

ক্রিকেটে নক্ষত্র পতন, গাড়ি দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আন্তর্জাতিক ক্রিকেটে আবার শোকের ছায়া। গত ৪ মার্চ প্রয়াত হয়েছেন শেন ওয়ার্ন, রড মার্শ। শনিবার এক গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস।

কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ টাউন্সভিলে থেকে ৫০ কিলোমিটার দূরে হার্ভে রেঞ্জ রোডে অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁ দিক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আচমকাই উল্টে যায়। গাড়িতে একাই ছিলেন ৪৬ বছর বয়সী প্রাক্তন অজি অলরাউন্ডার। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে গুরুতর চোট এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়।

প্রখ্যাত এই অলরাউন্ডারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। শোক প্রকাশ করেছেন অ্যাডাম গিলক্রিস্ট, জেসন গিলেস্পি, মার্ক টেলর, ড্যামিয়েন ফ্লেমিং, মাইকেল বিভানের মতো সতীর্থরা। এ ছাড়া শোয়েব আখতার, ভিভিএস লক্ষ্মণ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, হরভজন সিঙের মতো ক্রিকেটারাও টুইট করে শোকপ্রকাশ করেছেন। বার্মিংহামে জন্ম হলেও অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলেছেন সাইমন্ডস। ১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সাইমন্ডসের। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় এই অজি অলরাউন্ডারের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

Advertisement

আরও পড়ুন: আইপিএলের প্লে-অফের আগে ইডেন পরিদর্শন সৌরভের

কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা পাকা করে নেন। ২০০৩ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচেই ১২৫ বলে ১৪৩ রান করেছিলেন ঝাঁকড়া চুলের এই অজি ক্রিকেটার। বল হাতেও ছিলেন সমান কার্যকর। ফিল্ডার হিসেবে ছিলেন দুরন্ত। অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট, ১৯৮ একদিনের ম্যাচ এবং ১৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সাইমন্ডস।

২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। ২০০৬-২০০৭ সালে ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ সিরিজ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সাইমন্ডস। ঝাঁকড়া চুলের সাইমন্ডস পরিচিত ছিলেন রয় নামে। এক দিনের ক্রিকেটে ৫০৮৮ রান করেছিলেন তিনি। নিয়েছেন ১৩৩ উইকেট। টেস্টে দু’টি শতরান-সহ ১৪৬২ রান করেছেন। নিয়েছিলেন ২৪ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে খেলার পাশাপাশি আইপিএলে ডেকান চার্জার্স, মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন এই অজি ক্রিকেটার। ডেকান চার্জার্সের হয়ে ৫৩ বলে ১১৭ রান করে নজর কেড়েছিলেন সাইমন্ডস। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন।

Advertisement

আরও পড়ুন: পদ্মাপাড়ে স্বস্তি, করোনা মুক্ত শাকিব

ক্রিকেট মাঠ ও মাঠের বাইরে বর্ণময় চরিত্র ছিলেন সাইমন্ডস। ক্রিকেট ক্যারিয়ারে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। কখনও মত্ত অবস্থায় মাঠে নেমেছেন, কখনও দলের মিটিঙের সময় মাছ ধরতে চলে গিয়েছেন। ২০০৫ সালে মদ্যপান করার অভিযোগে জাতীয় দল থেকে সাসপেন্ড হন।

২০০৮ সালে একই কারণে নির্বাসিত হন এবং জাতীয় দলের সঙ্গে তাঁর চুক্তিও বাতিল হয়। আর ‘মাঙ্কি গেট’ কান্ড তো এখনও সমস্ত ক্রিকেটপ্রেমীদের মনে আছে। হরভজন সিঙের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন সাইমন্ডস। যা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব।

Advertisement

আরও পড়ুন: নাইট শিবিরে আবার ধাক্কা, চোটের জন্য দেশে ফিরছেন কামিন্স

পরবর্তীতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সময় হরভজনের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করে নিয়েছিলেন সাইমন্ডস। প্রাক্তন এই অজি অলরাউন্ডার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিসিআই।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.