বিদেশের খবর
দেশের সেনাই যখন ধর্ষক এবং খুনি, তখন দেশকে রক্ষা করবে কি করে?

বেঙ্গল এক্সপ্রেস: অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মান প্রাপ্ত সেনা আধিকারিক বেন রবার্টস-স্মিথ এর বিরুদ্ধে আফগানিস্তানের হত্যা লীলা চালানোর জন্য তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছিল তিনি সংবাদ মাধ্যম। যদিও বেন পাল্টা সংবাদ মাধ্যম গুলির বিরুদ্ধে কোটি কোটি টাকার মানহানির মামলা করেছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস সেই মামলায় তিনি জিততে পারেননি, সব কিছু হারিয়ে ফেলেছেন বেন।
আরও পড়ুন- মাথা খাওয়ার জন্য খুন করলেন নিজের সন্তানকেই
বেনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটি হল যে, আফগানিস্তানে গিয়ে নিরস্ত্র বন্দিদের নির্বিচারে খুন করে চলেছিলেন তিনি। একের পর এক হত্যা লীলা চালিয়েছেন। তার উপর সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে মানহানির মামলা করে আদালতের দরস্ত হয়েছিলেন বেন। কিন্তু গত বৃহস্পতিবার সেই মামলায় তিনি হেরে গিয়েছেন। বেশ কিছুদিন ধরে বেল এবং সংবাদ মাধ্যমগুলির মধ্যে মামলা চলছিল সিডনির ফেডারেল আদালতে।
“দ্যা এজ”,’দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ এবং ক্যানবেরা টাইমসে ২০১৮ সালে প্রকাশিত নিবন্ধগুলিতে অস্ট্রেলিয়া অভিজাত সেনা আধিকারিক বেন কে একজন ধর্ষক এবং খুনী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এ-ও দাবি করা হয়েছিল যে, নিজের খ্যাতি ধরে রাখবার স্বার্থে একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছেন সেনা আধিকারিক বেন রবার্টস স্মিথ।
অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের বিচারে বেন হেরে গেলে বিচারক জানান যে কোন রকমের ক্ষতিপূরণ দিতে হবে না সংবাদ মাধ্যমগুলিকে। এছাড়াও মানহানের মামলাকে নসাদ করে দিয়েছেন বিচারক। আর এই কারণে অনেক বড় গর্তে পড়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার সেনাবাহিনী বেন।