হুগলিতে আটক আরও এক ভেজাল দুধের কারবারি!
Connect with us

Uncategorized

হুগলিতে আটক আরও এক ভেজাল দুধের কারবারি!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হুগলির সিঙ্গুর থানার সন্ন‍্যাসীঘাটা এলাকায় এক মেট্রো ডেয়ারীর কালেকশন সেন্টারে হানা দিয়ে ভেজাল দুধের এক কারবারিকে গ্রেফতার খরল হুগলি গ্রামীন পুলিশ। বলাগড় থেকে দীর্ঘদিন ভেজাল দুধ সরবরাহ হত সিঙ্গুরের এই কালেকশন সেন্টারে।

পুলিশের দাবি সেই ভেজাল দুধ বাজারজাত করার জন‍্য চলে যেত সংস্থার কাছে। ভেজাল দুধ কেনা এবং তা কোম্পানীর কাছে পাঠাবার জন‍্য কালেকশন সেন্টার থেকে ম‍্যানেজারকে আটক করেছে পুলিশ। আপাতত দুধ নেওয়া বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন তদন্তকারী আধিকারিক‍রা। উল্লেখ‍্য, কয়েকদিন আগেই হুগলির বলাগড় থেকে ভেজাল দুধ তৈরির একটি চক্রের পর্দাফাঁস করে পুলিশ।

শুভাশিস ঘোষ নামে একজনকে ভেজাল দুধ তৈরির জন‍্য গ্ৰেফতারও করে হুগলি রুরালের ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ঘটনায় গ্ৰেফতার হওয়া শুভাশিসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অভিযুক্ত দীর্ঘদিন সিঙ্গুরের সন্ন‍্যাসী ঘাটায় দুধ সরবরাহ করতেন। সেই অনুযায়ী অভিযুক্তকে নিয়ে শনিবার পুলিশ হানা দেয় সিঙ্গুরের দুধ কালেকশন সেন্টারটিতে। তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারেন শুভাশিসের কাছ থেকে ওই কালেকশন সেন্টারটি দীর্ঘদিন ধরেই দুধ কিনত। ম‍্যানেজার দীপঙ্কর ডোকালকে আটক করার পাশাপাশি বেশকিছু যন্ত্রপাতি ও নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement
Continue Reading
Advertisement