Uncategorized
মারণ সেলফি! মেদিনীপুরের কাঁসাই ব্রিজে ট্রেনে কাটা পড়ে মৃত্যু দুই যুবকের, আহত এক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মারণ সেলফি! সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই যুবকের। মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত মেদিনীপুর কাঁসাই ব্রিজ। বিকেল হলেই ব্রিজের পাশে ভিড় জমে সাধারণ মানুষের। চলে সেলফি তোলার হিড়িক। আর সেই সেলফিই জীবনের সব থেকে বড় বিপদ ডেকে আনবে, তা কেউ ভাবতে পারেনি।
শনিবার বিকালে পিকনিক করতে এসেছিল একদল যুবক। পিকনিক শেষে ব্রিজের সামনে দাঁড়িয়ে ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এই বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় দুই যুবকের। মৃত দুই যুবকের বাড়ি মেদিনীপুর সদর ব্লকের রাজবাগান এলাকায়। মৃত দুই যুবকের নাম শেখ মোস্তাক আলি ও আবীর গায়েন। আহত হয়েছেন জনমুত গায়েন। আহতকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিন যুবক পিকনিক শেষে রেল লাইনের মাঝে দাঁড়িয়ে সেলফি তুলছিল। ট্রেনের শব্দ শুনে একে অপরকে পালানোর কথা বলতে গিয়ে পা পিছলে পড়ে যায়।
ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। ট্রেনটি দুই যুবকের ওপর দিয়ে চলে যায়। আরেকজন ট্রেনের ধাক্কায় ধারে ছিটকে পড়লেও প্রাণে বেঁচে গিয়েছে। ঘটনাস্থলে থেকে রেল পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজে। আরপিএফ-এর ওসি ভূপেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। লোকাল ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।’ পাশাপাশি, জীবনের ঝুঁকি নিয়ে এই ধরণের সেলফি পরবর্তীকালে কেউকে না তোলার পরামর্শ দিয়েছেন আরপিএফ-এর ওসি।