খেলা-ধূলা
সোনার পর শুটিং বিশ্বকাপে এবার রূপো বাংলার শুটার মেহুলির, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবারি সিনিয়র শুটিং বিশ্বকাপে কেরিয়ারের প্রথম সোনা জিতেছিলেন। এবার দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে চলা শুটিং বিশ্বকাপে দ্বিতীয় পদক জিতে নিলেন বাংলা তথা ভারতের শুটার মেহুলি ঘোষ। আগের দিন ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে সোনা জিতেছিলেন। এবার ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে রুপো জিতলেন হুগলির বৈদ্যবাটির শুটার। এলাভেনিল ভালারিভান এবং রমিতার সঙ্গে জুটি বেঁধে রুপো জিতলেন মেহুলি।
বৃহস্পতিবার ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিয়োন কিউম, ইউনসিয়ো লি এবং দায়েয়ং গুয়োনের বিরুদ্ধে ১০-১৬ পয়েন্টে হেরে যান ভারতীয় শুটাররা।
এবারের বিশ্বকাপে তিন সোনা, চার রুপো এবং একটি ব্রোঞ্জ নিয়ে পদকতালিকায় সবার উপরে রয়েছে ভারত। বৃহস্পতিবার সকালে আরও একটি সোনার পদক জিতেছে ভারতীয় শুটিং দল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ভারতকে সোনা এনে দেন অর্জুন বাবুটা, শাহু তুষার মানে এবং পার্থ মাখিজার। ফাইনালে ১৭-১৫ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা যেতেন তাঁরা।
শুটিং বিশ্বকাপে এই অসাধারণ সাফল্যের জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে মেহুলিকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আন্তর্জাতিক শুটিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরমেন্সের জন্য তরুণ অর্জনকারী মেহুলি ঘোষকে আন্তরিক শুভেচ্ছা। তোমার পারফরমেন্স গোটা দেশকে গর্বিত করেছে এবং গোটা বিশ্বকে আরও এক বার দেখিয়ে দিয়েছে যে বাংলার মেয়েদের কাছে আকাশই সর্বোচ্চ সীমা।’
মেয়ের এই সাফল্যে খুশি মা মিতালী ঘোষ। বৈদ্যবাটির বাড়িতে বসে তিনি জানিয়েছেন, ‘সকালে মেয়ের খেলা দেখেছি। অনেকদিন পর দেশের জার্সি গায়ে মেয়েকে খেলতে দেখে একই সঙ্গে আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে অলিম্পিক্সকে পাখির চোখ করেই এগোতে চায় মেয়ে।’
হুগলির বৈদ্যবাটির বাসিন্দা মেহুলি বর্তমানে হায়দরাবাদে গগন নারাঙের কাছে শুটিং প্রশিক্ষণ নিচ্ছেন। যদিও ছোটো থেকেই তিনি শুটিং শিখেছেন বর্তমানে জাতীয় শুটিং দলের কোচ তথা প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছেই। সিনিয়র পর্যায়ে মেহুলি এর আগে সোনা জিতেছিলেন ২০১৯ সাউথ এশিয়ান গেমসে।