দার্জিলিঙে কফি হাউজের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী গাইলেন রবীন্দ্র সংগীত
Connect with us

বাংলার খবর

দার্জিলিঙে কফি হাউজের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী গাইলেন রবীন্দ্র সংগীত

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সমস্ত রাজ্যবাসীর মতো মুখ্যমন্ত্রীর কাছেও পাহাড় বরাবরই একটু স্পেশাল। রাজ্যে ক্ষমতায় আসার পরই পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছেন তিনি। সোমবার নবগঠিত জিটিএ বোর্ডের শপথ গ্রহণে উপস্থিত থেকে একাধিক পরিকল্পনা ও কর্মসূচির কথা ঘোষণা করেছেন তিনি। নাম না করে বিমল গুরুং, গোর্খা জন মুক্তি মোর্চা এবং বিজেপিকেও নিশানা করতে ছাড়েননি।

তারপরই একেবারে অন্য মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে। সোমবার জিটিএ-এর শপথগ্রহণ অনুষ্ঠানের পর দার্জিলিংয়ে কফি হাউজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর কফির কাপে চুমুক দিয়ে মুখ্যমন্ত্রী গাইলেন ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও’ রবীন্দ্র সংগীত। তাঁর সঙ্গে গলা মেলালেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী তথা অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শিল্পপতি সত্যম রায়চৌধুরী, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। অনুষ্ঠানের পর কফি হাউজে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সদ্য নির্বাচিত জিটিএ চেয়ারম্যান অনিত থাপাও।

মঙ্গলবার ম্যালের চৌরাস্তার মঞ্চ থেকে পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি ম্যালের মঞ্চ থেকে অমরনাথ বিপর্যয়ের কথাও বলেন তিনি। তিনি বলেন, ”অমরনাথে যারা আটকে আছেন তাঁদের আমি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। অমরনাথ যাত্রায় বাংলার যেসব পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন, এবং পাহাড়ে ধসের কারণে যারা মারা গিয়েছেন তাঁদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ও দু’লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে”

Advertisement