বিনোদন
Mamata Banerjee: সুখবর, মুখ্যমন্ত্রীকে সঙ্গীত পরিচালনার প্রস্তাব পরিচালকের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘আমি নিজে কোনও মাইনে নিইনা, আমি যা করি নিজের টাকায়, আমি খেটে ইনকাম করি। আমি বই লিখি, গানে সুর দিই’, সম্প্রতি বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত তাঁর এই মন্তব্যের পরই ছবিতে সঙ্গীত পরিচালনার দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন পরিচালক ঋষিকেশ মন্ডল। তাঁর কথায়, আগামীর এই ছবিতে সুর ও কথা লিখবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Kerala: লকডাউনে বাড়ি বসে বানিয়েছিলেন প্লেন, নিজের প্লেনেই সপরিবারে ইউরোপ সফরে যুবক
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, ‘গত ২৪ শে জুলাই, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন প্রসঙ্গ টেনে বললেন ‘আমি নিজে কোনও মাইনে নিইনা, আমি যা করি নিজের টাকায়, আমি খেটে ইনকাম করি। আমি বই লিখি, গানে সুর দিই’। বিশ্বাস করুন আমি চোখে জল ধরে রাখতে পারিনি, আমাদের মুখ্যমন্ত্রীর এই কথা গুলো শুনে। সততা-শ্রদ্ধা আরও বেড়ে যায় ওঁর এই এসব ভাষণে! তাই, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার হিন্দি ছবির কাজটা সম্পুর্ন করেই, আমি আবার বাংলা ছবির কাজে ফিরে আসব।’
তবে এই ছবির নাম দেওয়া হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর জুতো চোর’। মূলত, ২০১৮ সালে এই ছবির পোস্টারও তৈরি করা হয়েছিল। পোস্টারে রয়েছে নীল সাদা হাওয়াই চটি, রয়েছে নবান্ন, রয়েছে দার্জিলিঙের ঝলক। তবে তিনি আরও জানান, যদি ইম্পা ছাড়পত্র না দেয়, তাহলে সেক্ষেত্রে বিএফটিসিসি-র দ্বারস্থ হবেন তিনি। তবে খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টায় রয়েছেন পরিচালক।