খেলা-ধূলা
ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজেও নেই বিরাট!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিরাটকে নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর, টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটে রান নেই। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এবার সেই সম্ভাবনা আরও কিছুটা উজ্জ্বল হল। ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে আগেই তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলে জায়গা হল না বিরাট কোহলির।
আগামী ২৯ জুলাই থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে বিরাটের না থাকাটা বড় প্রশ্ন তুলে দিল। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর। বিশ্বকাপের কথা মাথায় রেখেই মনে করা হয়েছিল এই টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। কিন্তু দলে না থাকায় বিরাটের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা নিয়েও এখন বড়সড় প্রশ্ন উঠে গেল।
দীর্ঘদিন ধরেই ব্যাটে রান না থাকায় সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল বিরাটকে। ফর্মে ফেরার জন্য বিরাটকে আরও বেশি করে ম্যাচ খেলানোর পরামর্শ দিয়েছিলেন সুনীল গাভাস্কারের মতো প্রাক্তনরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলেও বিরাট না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে- বিশ্রাম নাকি বাদ?
কিছুদিন আগেই বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায় কপিল দেব প্রশ্ন তুলেছিলেন- ফর্মের কারণে যদি রবিচন্দ্রন অশ্বিনকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে বিরাটকে কেন দলে রাখা হবে? তিনি আরও বেশি করে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। তাছাড়া সূর্য কুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ারদের মতো তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স বিরাটের ওপর যে চাপ বাড়িয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। তাই বিরাটকে বিশ্রাম দেওয়া হল নাকি চোটের কারণে বা খারাপ পারফরমেন্সের জন্য বাদ দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। আর এই ব্যাপারে বোর্ডও কিছু পরিষ্কার করে জানায়নি।
তবে এতে বিরাটের উপর কোনও চাপ পড়বে না বলেই মনে করছে বোর্ডের এক অংশ। ক্যারিবিয়ান সফরের পরই আগস্টে রয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়া কাপেই বিরাট আবার দলে ফিরবেন বলেই মনে করছেন অনেক।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মাই। এছাড়াও দলে আছেন ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণ, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।
তবে লোকেশ রাহুল এবং কুলদীপ যাদবের দলে থাকাটা নির্ভর করছে তাঁদের ফিটনেসের উপর। অস্ত্রোপচারের পর জাতীয় ক্রিকেট আকাদেমিতে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন রাহুল। কুলদীপ যাদবও অনুশীলন শুরু করেছেন। ফিটনেস টেস্টে পাশ করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠতে পারবেন তাঁরা। তবে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সামি এবং যুজবেন্দ্র চাহালকে। চাহালের জায়গাতেই দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ স্পিনার অশ্বিনকে।