আন্তর্জাতিক
মিলছে না ই-ভিসা, কাবুলে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ আফগান পড়ুয়াদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ দু’দশক পর দেশ তালিবান শাসনের হাতে যেতেই ফের অন্ধকারের কালো ছায়া নেমে এসেছে আফগানবাসীর জীবনে। ২০২১ সালের আগস্ট মাস থেকে কাবুলিওয়ালার দেশ Taliban দখলে।
আফগানিস্তানজুড়ে তালিবান শাসন কায়েম হতেই পরাক্রমশালী শাসকদের হাত থেকে মুক্তি পেতে পড়ে গিয়েছে দেশ ছাড়ার হিড়িক। ইতিমধ্যে বহু মানুষ নিজের দেশ ছেঁড়ে শরণার্থীদের মতন আশ্রয় নিয়েছে অন্যান্য দেশে। এখনও কাবুল ছাড়তে মরিয়া বহু আফগান পড়ুয়া।
শুধু তাই নয়, নিজের দেশের মাটি ছেঁড়ে ভারতে এসে তাঁরা যাতে সুষ্ঠভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেন তার জন্য এদিন কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাসের কার্যালয়ের সামনে দ্রুত ই-ভিসার দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন আফগান পড়ুয়ারা।
তাঁদের দাবি, ভারত সরকার মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে তাঁদের বিষয়টি বিবেচনা করে দ্রুত ই-ভিসার জন্য ছাড়পত্র দিক। যাতে তাঁরা ভারতে এসে অন্তত বাকি পড়াশোনা শেষ করতে পারেন।
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা, ২১ কোটি জনতাকে গৃহবন্দি করল চিন
জানা গিয়েছে, গত ১৫ আগস্ট ২০২১-এ আফগানিস্তান দখল করে তালিবান। তারপরই ভেঙ্গে পড়ে আফগান সরকার। দেশে ছেড়ে চলে যান প্রেসিডেন্ট আসরফ ঘানি। তারপর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এই অবস্থায় আফগানিস্তানের রাজধানী কাবুল শহর সহ সারা আফগানিস্তান জুড়ে অন্তত ২৫০০ পড়ুয়া ভারতে এসে পড়াশোনা করার জন্য ই-ভিসার আবেদন জানান। কিন্তু এতদিনেও তাঁদের আবেদনে কর্ণপাত করেনি কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস। যারফলে তাঁরা কেউই ভারতে এসে অফলাইন ক্লাসে যোগদান করতে পারছেন না। ভারত সরকার এবং ভারতীয় দূতাবাস যাতে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখে দ্রুত পদক্ষেপ নেয় সেই কারণে এদিন দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আফগান পড়ুয়ারা।
এই বিষয়ে জামিয়া মিলিয়ার পিএইচডি পাঠরত ছাত্র Obaidullah Nasi এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, ”গত ১৫ আগস্টের পর থেকে আফগানিস্তানের কি অবস্থা হয়েছে তা সারা দুনিয়া জানে। এই অবস্থায় ভারত সরকার আমাদের পাশে দাঁড়াচ্ছে না। প্রায় ২৫০০ পড়ুয়ার এডুকেশন ভিসা বাতিল করে দিয়েছে সরকার। ভারত সরকারের উচিত দ্রুত এই বিষয়গুলি বিবেচনা করে মানবিকতার খাতিরে আমাদের জরুরি ভিত্তিতে ভিসা দেওয়া। যাতে আমরা ভারতে গিয়ে বাকি পড়াশোনা সম্পূর্ণ করতে পারি।”
আরও পড়ুন: আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধচারণ, মস্কোয় নিষিদ্ধ জাপানের প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, ”যখন ই-ভিসার জন্য আবেদন জমা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, আমরা সেই ৭ মাস আগে থেকেই ভিসা পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলাম। কিন্তু এতদিন পরেও আমরা কোনও ভিসা পেলাম না। এদিকে আমাদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হচ্ছে কিন্তু আমরা পরীক্ষা দিতে যেতে পারছি না।”