বাংলার খবর
অনিয়মিত ভাবে ট্রেন চালানোর অভিযোগ, প্রতিবাদে রেল অবরোধ যাত্রীদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যথা সময়ে স্টেশনে এসেও ট্রেন ধরতে পারছেন না। দিনের ব্যস্ত সময়ে কোনওরকম কিছু না জানিয়েই বাতিল করে দেওয়া হচ্ছে একাধিক ট্রেন। যারফলে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল নিত্যযাত্রীদের মধ্যে। শুক্রবার স্টেশনে এসেও ট্রেন না পেয়ে রেল অবরোধ করলেন যাত্রীরা।
শুক্রবার ঘটনাটি ঘটেছে, হুগলি জেলার শেওড়াফুলি আরামবাগ শাখার নসীবপুর স্টেশনে। অবরোধের জেরে প্রায় ঘণ্টাখানেক আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে রেল পুলিশ এবং রেলের কর্তারা গিয়ে বিষয়টি দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।
জানা গিয়েছে, শেওড়াফুলি আরামবাগ শাখার নসীবপুর স্টেশনে অনিয়মিত ভাবে ট্রেন চলছে। অভিযোগ ভোরের দিকে ট্রেন বাতিল করে সকাল ছ’টার পর চালানো হচ্ছে লোকাল ট্রেন। যারফলে চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা সব্জি নিয়ে যেতে পারছেন না বিভিন্ন বাজারে। শুধু তাই নয়, সিঙ্গুরের নালিকূল, নসীবপুর এলাকা থেকে প্রচুর সবজি ভোরের ট্রেন শহরতলির পাইকারি বাজারে যায়।
আরও পড়ুন: পেশ হল রাজ্য বাজেট, ১ কোটি ২০ লক্ষ চাকরির প্রস্তাব!
মূলত শেওড়াফুলির মতোন বড় পাইকারি বাজার থেকে সেই সবজি জেলার বিভিন্ন খুচরো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন খুচরো বিক্রেতারা। ফলে ভোরের দিকে ট্রেনে না পেলেও সকাল-সকাল বাজারে বসতে না পারলে সবজি বিক্রি হবে না। যারফলে তাঁরা এদিন ওই রুটে ট্রেন সময়সূচী মেনে চালানোর দাবি জানিয়ে রেল লাইনের উপর নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন সকালে স্থানীয় চাষি এবং ব্যবসায়ীরা নাসিবপুর স্টেশনে অবরোধ শুরু করেন। পড়ে তাতে যোগ দেন নিত্যযাত্রীরাও।
আরও পড়ুন: গরু পাচার মামলা: আইনি রক্ষাকবচ মিলল না কেষ্টর
কারণ, সকালের দিকে ট্রেন না থাকায় এবং অনিয়মিত ভাবে ট্রেন চালানোয় তাঁদেরও কর্মস্থলে যেতে দেরী হয়ে যায়। এদিকে অবরোধের জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় রেল পুলিশ। এদিকে চাষীদের থেকে সবজি কিনে পাইকারি বাজারে নিয়ে যাওয়া নসীবপুরে একর ব্যবসায়ী তপন কোলে বলেন, ”সকালের তিনটে ট্রেন বাতিল করেছে। ৫’টার ট্টেন ছ’টায় এসেছে। বেলায় গেলে সবজির দাম পাওয়া যায় না।সবজি নষ্ট হয়ে যায়। আমরা চাই ভোরের ট্রেনগুলি নিয়মিত চলুক।”