পেশ হল রাজ্য বাজেট, ১ কোটি ২০ লক্ষ চাকরির প্রস্তাব!
Connect with us

বাংলার খবর

পেশ হল রাজ্য বাজেট, ১ কোটি ২০ লক্ষ চাকরির প্রস্তাব!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধানসভা শুরুর প্রথম দিন থেকেই শাসক বনাম বিরোধীদের মধ্যে তপ্ত বাক্য বিনিময়ে উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভা চত্ত্বর। ১১ মার্চ শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনেই বিজেপি বিধায়কদের ওয়াকআউটের জেরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে বিধানসভায়। শুধু তাই নয়, হাতে প্ল্যাকার্ড নিয়ে নিজেদের আসনে উঠে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা।

শুধু তাই নয়, এদিন বাজেট পেশের সময় তুমুল শ্লোগান দিতে থাকে বিজেপি বিধায়করা। কেন্দ্রীয় প্রকল্পের নামে মিথ্যা কথা বলছে রাজ্য সরকার বলে অভিযোগ তোলেন তাঁরা। কোভিড ভ্যাকসিন নিয়েও রাজ্যের বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ তোলেন বিজেপিরা। এছারাও ‘একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্য নিজের নামে চালাচ্ছে বলে বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা।

যদিও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের বিক্ষোভের মাঝেই বিধানসভায় বাজেট পেশ শুরু করেছেন রাজ্য অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিকে মুখ্যমন্ত্রী জানান, বাজেটে বরাদ্দ আট গুণ বেড়েছে। এছাড়াও আগের সমস্ত প্রকল্পগুলি এখনও চালু রয়েছে। সব প্রকল্পই চলবে। তিনি আরও বলেন, রাজ্যের রাজস্ব আদায় বেড়ে্বে.৩.৭৬ গুণ বেড়েছে। মহামারীর মধ্যেও রাজ্যের ভালো আয় হয়েছে। আগামী চার বছরে এক কোটি ২০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যস্থির করেছে রাজ্য বলে এদিনের বাজেটে জানিয়েছেন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

Advertisement

আরও পড়ুন: আজ প্রথম বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য

তিনি আরও বলেন, ” নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বেড়েছে। কৃষিক্ষেত্রে বরাদ্দ ১১.৩ গুণ বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ১ কোটি প্রাপকদের সাহায্য করা হচ্ছে। এবাবদ বার্ষিক প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়াও কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমেও সাহায্য করা হচ্ছে। ৭৮ লাখ কৃষককে সাহায্য দিচ্ছি। খাদ্যসাথীতে ১০ কোটি মানুষকে সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও ১ লাখ ৫৭ হাজারেরও বেশি জাতি শংসাপত্র দেওয়া হয়েছে। শিক্ষাশ্রী প্রকল্পে ১ কোটি চার লাখ স্কলারশিপ দেওয়া হয়েছে। বিধবা ভাতায় ৬৬০ কোটি বরাদ্দ বেড়েছে। চা বাগানে শিক্ষাসেস মুকুব করা হয়েছে। এছাড়াও চা বাগানে সমস্ত রকম কৃষিকর মুকুব করা হয়েছ।”

দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে আট লাখ বিধবা মহিলা ভাতার জন্য আবেদন জানিয়েছেন। এরজন্য মুখ্যমন্ত্রী বর্তমান বাজেটে ৯৬০ কোটি টাকা বরাদ্দ করেছেন।সা সব মিলিয়ে এবার ৩,২১,৩০ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, দেশের মধ্যে একমাত্র বাংলাতেই পেনশন দেওয়া হয়। কেন্দ্রের কাছে ৯০ হাজার কোটি টাকা বরাদ্দ পাওনা রয়েছে। ব্যাটারি চালিত দু-চাকা চার চাকার জন্য দু’বছরের রেজিস্ট্রেশন এবং রোড ট্যাক্স মকুব করা হয়েছে। পরিবেশে কার্বনড্রাই অক্সাইডের পরিমাণ কমাতে, পরিবেশ দূষণ রুখতে এবং পেট্রল ও ডিজেলের উপর নির্ভরতা কমাতে সমস্ত রকম সিএনজি চালিত গাড়ির উপর দু’বছরের রেজিস্ট্রেশন এবং রোড ট্যাক্স মুকুব করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: গরু পাচার মামলা: আইনি রক্ষাকবচ মিলল না কেষ্টর

বাড়ি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ২ শতাংশ স্ট্যাম্প ডিউটির ছাড় দেওয়া হয়েছে। জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০ শতাংশ ছাড়ের কথাও ঘোষণাও করা হয়েছে এদিনের বাজেটে। সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।কৃষি বিপণনে ৪০৩.৩০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement