প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, মৃত ৪ আহত শতাধিক
Connect with us

আন্তর্জাতিক

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, মৃত ৪ আহত শতাধিক

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর জাপানের ফুকুশিমা শহর। বুধবার রাতে হওয়া এই ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিলো ৭.৪। ঘটনায় এখনও পর্যন্ত চারজন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা শতাধিক। এছাড়াও সতর্কতা হিসেবে জাপানে জারি করা হয়েছে সুনামির সতর্কবার্তা। অন্যদিকে বৃহস্পতিবার সকালেও হালকা ভুমিকম্পন অনুভূত হয়েছে জাপানজুড়ে (Japan)।

গত ১১ বছর আগে উত্তর জাপানে ভূমিকম্পের সময় কম্পনের তীব্রতা ছিল ৯.০। সেই সময় সুনামির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপানের বিস্তীর্ণ অঞ্চল। এদিকে বৃহস্পতিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও খিশিদা (Fumio Kishida) সরকারি বিবৃতি দিয়ে ভূমিকম্পে চারজনের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৯৭ জন বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সংখ্যার খেলায় অদ্ভুত মিল, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন!

Advertisement

জাপানের স্থানীয় সংবাদ্মাধ্যম ‘Kyodo News’-এর রিপোর্টে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, বুধবার রাতে যে সময় ভূমিকম্প অনুভূত হয় তখন বাড়ি ছেঁড়ে বেরোতে গিয়ে নিহত হয়েছেন বছর ৬০ এর এক ব্যক্তি। অন্যদিকে ভূমিকম্পের সময় নিজের বাড়ির দোতলা থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী এক ব্যক্তি।

অন্যদিকে জাপান মেট্রোলজিক্যাল বিভাগের তরফে জারি করা বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালেও ফুকুশিমা এবং মিয়াগি উপকূলবর্তী অঞ্চলে হালকা সুনামি হয়েছে। সুনামিতে ঢেউয়ের গতি ছিল ৩০ সেন্টিমিটার পর্যন্ত এবং এটি প্রায় ৩৯০ কিলোমিটার অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।

আরও পড়ুন: ভাগ্য সদয় থাকলে ১০ টাকায় পেয়ে যেতে পারেন জোড়া খাসি, বিলিতি মদ, মুরগি, ইলিশ!

Advertisement

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”><a href=”https://twitter.com/hashtag/BREAKING?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#BREAKING</a> 2<br><br>⭕ ⚠️🌊 A Powerful 7.3 magnitude <a href=”https://twitter.com/hashtag/earthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#earthquake</a> hits north <a href=”https://twitter.com/hashtag/Japan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Japan</a>, <a href=”https://twitter.com/hashtag/tsunami?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#tsunami</a> alert issued<a href=”https://twitter.com/hashtag/Fukushima?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Fukushima</a><br><br>📰 <a href=”https://t.co/5vKxdEUgnS”>https://t.co/5vKxdEUgnS</a><br><br>Wed Mar 16 2022<br><br>🔱 𝖠 𝖡 𝖸 𝖲 𝖲 ℭ𝔥𝔯𝔬𝔫𝔦𝔠𝔩𝔢𝔰 | 𝙳𝚘𝚘𝚖 𝙽𝚎𝚠𝚜 <a href=”https://t.co/j8P6HS0roC”>pic.twitter.com/j8P6HS0roC</a></p>&mdash; ♆ABYSS ℭ 𝔥 𝔯 𝔬 𝔫 𝔦 𝔠 𝔩 𝔢 𝔰 (@AbyssChronicles) <a href=”https://twitter.com/AbyssChronicles/status/1504115251373035525?ref_src=twsrc%5Etfw”>March 16, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

এছাড়াও এই ঘটনায় প্রায় ২.২ মিলিয়ন মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে। ভূমিকম্পের জেরে বন্ধ রাখা হয়েছে ইলেক্ট্রিসিটি ব্যবস্থা। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ট্রাফিক পরিষেবা এবং মেট্রো-ট্রেন চলাচল। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী টোকিওর বহু বাড়ি। সুনামির দাপটে হেলে গিয়েছে বড়-বড় বিল্ডিংগুলি

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.