আন্তর্জাতিক
সংখ্যার খেলায় অদ্ভুত মিল, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা ১৯ দিন ধরে যুদ্ধ চলছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। দুই দেশের এই যুযুধান যুদ্ধের ফলে সারা বিশ্বজুড়ে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেন। কিয়েভ, খারকিভ, সামির মতো শহরগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই দেশের এই টানাপোড়েনের জেরে ইউক্রেনের শহরগুলিতে আজ শুধুই শ্মশানের নিস্তব্ধতা।
রুশ সেনার আগ্রাসনে ফুটে ওঠার আগে ঝরে গিয়েছে অসংখ্য শিশুর প্রাণ। প্রাণের তাগিদে বাড়িঘর ছেড়ে শরণার্থীদের মতন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলিতে গিয়ে আশ্রয় নিচ্ছেন তাঁরা। কান পাতলে শোনা যাচ্ছে গোলাগুলি বর্ষণ আর সাইরেনের শব্দ।
শুধু তাই নয়, ইউক্রেনের উপর রাশিয়ার এই আগ্রাসন নীতির কারণে আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে মস্কো। ইউক্রেনের উপর এভাবে অবিচার চালানোয় নিজের দেশেই আজ সমালোচিত হচ্ছেন পুতিন। এদিকে টানা ২০ দিন ধরে চলা এই যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক রাজনৈতিক মহল। রাশিয়াকে যুদ্ধ বন্ধের জন্য চাপ দেওয়া হলেও নিজ সিদ্ধান্তে অনড় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি কোনওরকম শান্তি চুক্তিতেও বসতে রাজি নয় রাশিয়া।
আরও পড়ুন: রুশ আগ্রাসনে মারিউপোলে শ্মশানের নিস্তব্ধতা, খোঁড়া হচ্ছে গণকবর
এদিকে কাকতালীয় ভাবে রুশ-ইউক্রেনের যুদ্ধের সঙ্গে এক অদ্ভুত মিলে রয়েছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এই তিনটি যুদ্ধ শুরুর তারিখ,মাস এবং বছরের সংখ্যাগুলিকে যোগ করলে আসবে একই সংখ্যা। ধাঁধার মতো মিলে যাচ্ছে সেই সংখ্যার খেলা। যেমন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুলাই। অর্থাৎ ২৮-৭-১৯১৪। এবার ২৮ + ৭+১৯+১৪ করলে যোগফল দাঁড়াচ্ছে ৬৮।
ঠিক একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে। একইভাবে সেই তারিখ ১+৯+১৯+৩৯ যোগ করলেও যোগফল দাঁড়াচ্ছে ৬৮। আবার রাশিয়ার ইউক্রেন হামলার তারিখ অর্থাৎ চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি। যা ২৪+২+২০+২২ যোগ করলে দাঁড়াচ্ছে সেই ৬৮ই।
আরও পড়ুন: ন্যাটোর সদস্য পদে আগ্রহী নয় ইউক্রেন, আলোচনায় বসতে রাজি
আর এই অদ্ভুত অঙ্কের মিল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন? এখন দেখার যুদ্ধের গতি কোন দিকে যায়। নাকি আন্তর্জাতিক মহলে কোণঠাসা হয়ে শেষপর্যন্ত যুদ্ধের অবসান ঘোষণা করবে রাশিয়া?