বিদেশের খবর
সঠিকভাবে হাসার জন্য এখন থেকে যেতে হবে স্কুলে। কোথায় রয়েছে স্কুল জানতে বিস্তারিত পড়ুন

বেঙ্গল এক্সপ্রেস: আপনি কি সঠিকভাবে হাসতে পারেন? নাকি হাসি শিখবার জন্য আপনাকে যেতে হয় স্কুলে। হয়তো আপনি এখন ভাবছেন এ আবার কি ধরনের কথা। হাসতে কেইবা না পারে। হাসি শিখার জন্য আবার স্কুলে যেতে হয় নাকি! হ্যাঁ হাসি শিখার জন্য স্কুলে যেতে হয়। এমনই এক ঘটনা ঘটেছে জাপানে।
জাপানের মানুষ হাসতে ভুলে গিয়েছে সেই জন্য তারা স্কুলে ভর্তি হচ্ছে ঠিকমতো করে হাসি শেখার জন্য। আসল বিষয়টি হয়েছে যে করোনার সময় থেকে মাক্স পড়ার কারণে মুখের অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে ঠিকমতো করে নাড়াচাড়া করতে হতো না। আর সেই কারণেই অনেকেই ভুলে গিয়েছে, মুখের এক্সপ্রেশন দিতে। করোনা চলে যাওয়ার পরে মাক্স পরা উঠিয়ে দিলেও আশি শতাংশ মানুষ এখনো মাক্স পড়ে। এই মাক্স পড়ার কারণে অনেক মহিলারাই এখন আর মেকআপ করেন না তেমনি অনেক পুরুষ মুখের দাড়ি মোছ না সেভ করেই বাইরে বেরিয়ে পড়ে শুধুমাত্র মাক্স লাগিয়ে। জাপানের রাজধানী টোকিওতে খোলা হয়েছে এই স্কুলটি। এখানেই ট্রেনিং দেওয়া হয় হাসির।
প্রতি ঘন্টায় এখানে বেতন ধরা হয় ৫৫ ডলার অর্থাৎ সাড়ে 5 হাজার টাকারেরও বেশি। আর এই সংস্থাটি বানিয়েছিল জাপানের একজন রেডিও উপস্থাপক কে কো। পদার্থবিজ্ঞান ও মনোবিজ্ঞান নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করার পর তিনি তৈরি করেছেন এই হাসির লেসন। ওই স্কুলে বর্তমানে 23 জন শিক্ষক রয়েছেন। আগে এই স্কুলে বছরে মাত্র একবারের জন্য ক্লাস করানো হতো। আর সেখানে করোনার পর থেকে প্রতিদিন ক্লাস করানো হয়। এখানে যেভাবে লেসন টি দেয়া হয়, প্রথমে শিক্ষার্থীদের একটি করে আয়না দেওয়া হয় এবং দেখা হয় যে তারা কি ধরনের এবং কিভাবে হাসতে পারে। তারপর তাদেরকে একটি ফটোকপি দেওয়া হয় এবং বলা হয় তারা যেন এই ফটোকপিকে নকল করে হাসি টা শেখে। এমন কি তাদের পরীক্ষা পর্যন্ত নেওয়া হয়।