আন্তর্জাতিক
কি এমন হয়েছিল যে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদির পা ছুঁতে হলো।

বেঙ্গল এক্সপ্রেস: পাপুয়া নিউগিনি তে ভারত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র গুলির সহযোগিতা সম্মেলনে যোগদান দিতে পাপুয়া নিয়োগী নিতে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। গত ২১-৫-২০২৩ রবিবার প্রধানমন্ত্রীর বিমান পাপুয়া নিউগিনিতে নামে। সেই দেশ অনুযায়ী তখন বেজেছিল রাত দশটা। বিমান থেকে নামতে না নামতেই তাকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানিয়েছেন ওই দ্বীপের প্রধানমন্ত্রী মারাপে।
এইসবের মধ্যেই হঠাৎই ঘটে গেল এক কান্ড, নরেন্দ্র মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন মারাপে। আর তৎক্ষণাৎ নরেন্দ্র মোদি নিচু হয়ে মারাপেকে দুই হাত দিয়ে তুলে নিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিলেন। আমরা সব সময় দেখেছি যে, যদি কোন দুই দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রনেতা এবং মন্ত্রীরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করেন, তখন আলিঙ্গন কিংবা হ্যান্ডসেক অব্দি করে থাকেন। তবে আচমকা এই দৃশ্য সবাইকে যেন চমকে দিয়েছে। আমরা জানি যে পায়ে হাত দিয়ে বা হাত জড়ো করে প্রণাম করা এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি। সেইখানে একটি ভিন্ন দ্বীপের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন ভক্তি সত্যিই অনেক বড় বিস্ময়কর ব্যাপার। এ বিষয়টি সবার নজর কেড়েছে।
আরও পড়ুন- “অবসরের প্রস্তুতি নিচ্ছি” রাজনীতি নিয়ে কি বলছে মদন মিত্র
আসলে বিষয়টি হয়েছে যে মারাপের বয়স ৫২ বছর আর সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স ৭২ বছর। মারাপের চেয়ে মোদি বয়সে বড় হয় আর সেখানে ভারতের সংস্কৃতিকে মাথায় রেখে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী মারাপে মোদিকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। এই ঘটনার পর দুই রাজনীতিবিদ আলোচোনার শীর্ষে রয়েছেন। পা ছোঁয়ার পাশাপাশি মোদির জন্য় পাপুয়া দ্বীপের পুরনো প্রথা ভেঙ্গে দিয়েছেন প্রধানমন্ত্রী মারাপে। সেই দ্বীপের নিয়ম ছিল যে সন্ধ্যের পর কোন রাষ্ট্রনেতা ওই দ্বীপে গেলে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয় না। কিন্তু এইবার নরেন্দ্র মোদী রাত দশটার সময় যাওয়ার পরেও ঘটা করে মোদিকে স্বাগত জানিয়েছেন ওই দ্বীপের প্রধানমন্ত্রীর সহিত দ্বীপের বাসিন্দারাও।