Madan Mitra : "অবসরের প্রস্তুতি নিচ্ছি" রাজনীতি নিয়ে কি বলছে মদন মিত্র
Connect with us

রাজনীতি

“অবসরের প্রস্তুতি নিচ্ছি” রাজনীতি নিয়ে কি বলছে মদন মিত্র

এসএসকেএম (SSKM) হাসপাতাল বয়কটের মন্তব্য কিছুটা শিথিল হওয়ার পরেও ফের একবার করা মন্তব্যে বিধায়ক মদন৷ হাসপাতালে রোগী ভর্তির বিষয় নিয়ে, SSKM হাসপাতালে রীতিমতো বসচায় জড়ান তিনি।

Dwip Narayan Chakraborty

Published

on

Rate this post

Bengal Xpress :  এসএসকেএম (SSKM) হাসপাতাল বয়কটের মন্তব্য কিছুটা শিথিল হওয়ার পরেও ফের একবার করা মন্তব্যে বিধায়ক মদন৷ হাসপাতালে রোগী ভর্তির বিষয় নিয়ে, SSKM হাসপাতালে রীতিমতো বসচায় জড়ান তিনি। এমনকি দলত্যাগের জল্পনা ও উঠেছিল চরমে। তবে অবশেষে তিনি জানিয়েছিলেন তিনি তৃণমূলেই থাকছেন।

সব ভঙ্গিতে মদন বিধায়ক মিত্র আরও বলেন, “SSKM-এ গিয়ে কী বলেছি মনে নেই। পিজি বলতে আমি বুঝি পোস্ট গ্র্যাজুয়েশন। আমি হ্যালুসিনেশনে ভুগছি। আমার মুকুলের মতো অ্যালজাইমার্স হয়েছে।” আবারও জল্পনা উস্কে, মদনের গলায় রাজনীতির ময়দান থেকে অবসরের প্রসঙ্গ শোনা গেলো এদিন। তিনি বলেন, “অবসরের প্রস্তুতি নিচ্ছি। সচিন রিটায়ার করতে পারলে আমি কেন নয়? অবসর জীবনে ছোটদের পড়াব।”

এসএসকেএম (SSKM) হাসপাতাল বয়কটের মন্তব্য কিছুটা শিথিল হওয়ার পরেও ফের একবার করা মন্তব্যে বিধায়ক মদন৷ হাসপাতালে রোগী ভর্তির বিষয় নিয়ে, SSKM হাসপাতালে রীতিমতো বসচায় জড়ান তিনি।

গত শুক্রবার মধ্যরাতে ঘটনার সূত্রপাত হয়। মদন মিত্র মর্মান্তিক বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করাতে নিজে ছুটে যান । আহত কে ভর্তি করাতে গিয়ে SSKM কর্তৃপক্ষের সঙ্গে তৃণমূল বিধায়কের একপর্যায় সংঘাত তৈরি হয়। বাক-বচসার জেরে মদন মিত্র SSKM হাসপাতাল বয়কটের ডাক দেন। অবশেষে খোদ মুখ্যমন্ত্রীর দফতর পরিস্থিতি সামাল দিতে সামনে আসে । তারপর কলকাতা মেডিক্য়াল কলেজে রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে আহত যুবককে ভর্তি করা হয় ।

Advertisement

আরও পড়ুন – আজকের কোটিপতি, মিলিয়ে নিন দুপুর একটার লটারি সংবাদ

 মদন মিত্র গতকাল, ২১ শে মে কলকাতা মেডিক্য়াল কলেজে যান আহত যুবককে দেখতে । তবে সেখানে গিয়ে তাঁর গলায়, শনিবারের SSKM হাসপাতাল কাণ্ডে তার বক্তব্যের উলটো সুর শোনা যায় । তিনি বলেন, SSKM-এ যদি পরিষেবা পায় মানুষ নিশ্চয় যাবেন, আর যাদের মনে হয়েছে তাঁরা আমার বিরুদ্ধে FIR করেছেন। তবে স্বজ্ঞানে, হাসপাতালের কোনও কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আর আমার উপস্থিতিতে কেউ আঘাত পেলে আমি দুঃখিত।” মদন মিত্রের (Madan Mitra) গলায় খোদ তৃণমূলের বিরুদ্ধে যে ক্ষোভ দেখা গিয়েছিল তা নিয়ে প্রশ্ন  উঠলে মদন মিত্র বলেন, “এখনও তো রাজনীতি ছাড়িনি। একজন চিকিৎসা পাচ্ছিল না। আমার মনে হয়েছিল তাঁকে সাহায্য করা উচিত। তাই চেষ্টা করছি।” আরও বলেন, “আমাকে দল আগে মন্ত্রী করেছে। দলের প্রতীকেই আমি জিতেছি এবং বিধায়ক হয়েছি। ফলে দল গুরুত্ব দেয়নি, তা একেবারেই ভাবছি না। বিষয়টি খুব ছোট।”

Advertisement

Dwip Narayan Chakraborty is Journalist & Entrepreneur also associated with the News television for 5 years. In the past he has worked with big media houses those are considered as pioneers. From on field reporting to live studio shows, he has covered all. He has special expertise over Indian politics & tech and Business..

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.