নেতাজির জন্মবার্ষিকীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
Connect with us

আন্তর্জাতিক

নেতাজির জন্মবার্ষিকীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীকে ঘিরে তৃণমূল-বিজেপির তরজা অব্যাহত। রবিবার দুপুরে রেড রোডে নেতাজির জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানের মঞ্চ থেকেই নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করতে ছাড়লে না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যাবলো বিতর্ক থেকে শুরু করে মুকুল রায় এবং বিশ্বের সমস্ত রাজ্যের জেলা শাসকদের নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে রাজ্যের ডিএমদের উপস্থিত না থাকা- সব বিষয় নিয়েই রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে আক্রমণ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। বিধানসভায় এদিন নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটি অনুষ্ঠানের আয়োজন করেন বিধানসভার স্পিকার। সেই অনুষ্ঠান কার্যত বয়কট করেন বিরোধী দলনেতা। পরে গিয়ে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূল এবং সরকারকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘নেতাজির প্রতি শ্রদ্ধা কীভাবে জানাতে হয় তা নরেন্দ্র মোদি দেখিয়ে দিয়েছেন। নেতাজির ট্যাবলো হচ্ছে। সবই হচ্ছে।

তবে সেই ট্যাবলোতে বাংলার মুখ্যমন্ত্রীর বড় ছবি থাকছে না। কেউ বেলা বারোটার সময় জন্মদিন পালন করেন না। দেরি করে ঘুম থেকে উঠলে এরকম হয়। প্রধানমন্ত্রী ভোর বেলা নেতাজির প্রতিকৃতিতে মালা দিয়েছেন। রেড রোডে নেতাজির প্রতিকৃতিতে বিরোধীদের প্রথমে মাল্যদান করতে দেওয়া হচ্ছিল না। আটকালে রাস্তায় মালা দিতাম। চারিদিক পুলিশ দিয়ে ঘিরে রেখেছে।’ মুকুল রায় প্রসঙ্গে নন্দীগ্রামের বিধায়ক বলেছেন, ‘তৃণমূলই মুকুল রায়কে মানসিক ভারসাম্যহীন বলেছে। ভারসাম্যহীন মানে তো পাগল। তাহলে একটা পাগলকে সরকারি হিসাব দেখার দায়িত্ব দিয়েছে! স্পিকার তো ঠিক মতো নিজের ভূমিকাই পালন করছেন না।

Advertisement

‘ বঙ্গবন্ধুর বদলে কলকাতা বইমেলা নেতাজির নামে করা উচিত ছিল বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েও বলছি বইমেলা নেতাজির নামে করা উচিত ছিল। বঙ্গবন্ধুকে অন্যভাবে শ্রদ্ধা জানানো যেত।’ শনিবার দেশের সমস্ত রাজ্যের জেলা শাসকদের নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে রাজ্যের জেলা শাসকদের উপস্থিত না থাকার নিয়েও মুখ খুলেছেন শুভেন্দু। এই বিষয়ে নালিশ জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু বলেছেন, ‘যাঁরা এই বৈঠকে গরহাজির ছিলেন, তাঁদের বিরুদ্ধে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যবস্থা নিতে চিঠিতে আবেদন জানাব।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.