ভাইরাল খবর
অস্বাভাবিক মৃত্যু বলি পাড়াতে। কারা যুক্ত রয়েছেন এই মৃত্যুর পেছনে

বেঙ্গল এক্সপ্রেসঃ এ কোন শোকের ছায়া নেমে এলো অভিনয় ইন্ডাস্ট্রিতে। গতকাল মারা গিয়েছেন ধারাবাহিক গৌরী এলো এর সাইড এক্ট্রেস সুচন্দ্রা দাশগুপ্ত। আর আজ মারা গেলেন মডেল, অভিনেতা আদিত্য সিং রাজপুত।
আজ সন্ধ্যায় অর্থাৎ 22-5-2023 তারিখে অভিনেতার অন্ধেরীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তার মৃতদেহ। মডেলের বাড়ির গার্ডসরা তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাবার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে যে, মুম্বাইয়ের আন্ধেরিতে একটি ১১ তলার ফ্ল্যাটে থাকতেন অ্যাক্টর আদিত্য সিং রাজপুত। সেই ফ্ল্যাটের বাথরুমে তার অচৈতন্য দেহ পাওয়া যায়। ডাক্তারেরা জানিয়েছেন অতিরিক্ত পরিমাণে মদ্যপান করার জন্যই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন-মর্মান্তিক পথ দূর্ঘটনায় প্রাণ গেলো ‘গৌরী এল ‘ সিরিয়াল খ্যাত অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের
দিল্লির ছেলে আদিত্য। তিনি অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। তাছাড়াও কিছু রিয়েলিটি শোতে ও অংশগ্রহণ করেছেন। কিছু টিভি প্রোজেক্টেও কাজ করেছেন যেমন, ম্যানে গান্ধী কো নেহি মারা, ব্যাড বয় সিজন 4, কোড রেড, আওয়াজ সীজন ৯, ইত্যাদি আরো বিভিন্ন টিভি শোতে কাজ করেছেন তিনি। মুম্বাই এর গ্ল্যামার জগতে তার নিয়মিত ওঠাবসা ছিল। মাত্র ৩২ বছর বয়সেই চিরবিদায় জানালেন তিনি।