বাংলার খবর
খুশির ইদে মাতল দেশ, টুইট বার্তায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ মঙ্গলবার খুশির ইদ। ৩০ দিন উপবাসের পরে আজ পবিত্র ইদ। সারা দেশজুড়ে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি ভীষণ পবিত্র। মঙ্গলবার পবিত্র ইদের নামাজ পড়ে এই দিনটির শুভ সূচনা করেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। গত দু’বছরে করোনা কালে সেভাবে জমায়েত না হতে পারলেও এই বছর বাঁধন ছাড়া ইদের খুশির আনন্দে মেতে উঠেছে জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মুসলিম সম্প্রদায়ের মানুষরা। সকাল থেকেই বিভিন্ন রাস্তা থেকে শুরু করে মসজিদের সামনে সারিবদ্ধ ভাবে নামাজ পড়লেন তাঁরা এরপরে একজন অপরজনকে আলিঙ্গন করে ইদ মানালেন।
এদিন ইদের শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলিন স্ট্রিট, মির্জা গালিব স্ট্রীট এর অলিতে গলিতে ঘুরলেন। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে শুভেচ্ছা জানান। ছোটরা মুখ্যমন্ত্রীকে গোলাপ দিয়ে স্বাগত জানান। রেড রোডের অনুষ্ঠান থেকে সোজা মুখ্যমন্ত্রী ভবানীপুরের তার কেন্দ্র কলিন স্ট্রিটে চলে আসেন।
মুখ্যমন্ত্রীর হেঁটে হেঁটেই শুভেচ্ছা জানানোর সঙ্গী ছিল একমাত্র Tribe TV । প্রায় 10 মিনিট ধরে তিনি অলিতে গলিতে ঘুরে ইদের শুভেচ্ছা জানান সকলকে।
আরও পড়ুন: বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়! কুণালের ফেসবুক পোস্টে শোরগোল
সারা দেশের সঙ্গে মুর্শিদাবাদ জেলা জুড়েও পালিত হচ্ছে খুশির ইদ। মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে সদর শহর বহরমপুরের মসজিদে মসজিদে ইদের নামাজে সামিল হন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। ৩০দিনের রমজান শেষ করে এদিন নতুন পোষাক পরে সংঘবদ্ধভাবে ইদের নামাজ পড়েন তাঁরা।
Eid Mubarak!
Wishing everyone lots of happiness, peace, prosperity and good health.
Pray that our bonds of unity and harmony strengthen further. May Allah bless all.— Mamata Banerjee (@MamataOfficial) May 3, 2022
নামাজ শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গনে মেতে ওঠেন। তারপর ধর্মীয় রীতি মেনে শুরু হয় আজান। মুসলিম সম্প্রদায়ের মানুষজন জানিয়েছেন, ”আজ তারা এই খুশির ইদে আপন মানুষজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে খাবারের আয়োজন করে খাবার খাবেন।”
আরও পড়ুন: PK-কে নিয়ে প্রয়োজনের থেকে বেশি আলোচনা হচ্ছে: অধীর চৌধুরী
পবিত্র রমজান মাস শেষে এসেছে খুশির ইদ। আনন্দের দিন। ইদ মানে খুশি ,ইদ মানেই আনন্দ। এদিন সকাল থেকে প্রবল বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া, বৃষ্টিকে উপেক্ষা করে বাঁকুড়া জেলার ইন্দাস, বড়জোর এছাড়াও অন্যান্য ব্লকের মুসলিম ধর্মাবলম্বীরা ইদের নামাজে অংশগ্রহণ করেছেন। করোনার কারণে গত দুই বছর ইদ সেভাবে পালন করা যায়নি। এবার করোনার দাপট অনেকটাই কম। তাই আনন্দে মেতে উঠলো আট থেকে আশি সকলেই।