সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচার, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মমতার
Connect with us

বাংলার খবর

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচার, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মমতার

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের রমরমা। সোশ্যাল মিডিয়া খুললে নানা সময় চোখের সামনে ভেসে ওঠে কুরুচিকর ভিডিয়ো সহ নানা মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় এই সব অপপ্রচার, ভুয়ো খবর এবং কুরুচিকর মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে পুলিশের এক উচ্চকর্তা সাইবার ক্রাইমের বাড়বাড়ন্ত প্রসঙ্গ তোলেন। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেন, ”সোশ্যাল মিডিয়ায় যাঁরা ভালোকাজ করেন তাঁরা যদি সমালোচনাও করে থাকেন সেক্ষেত্রে কিছু যায় আসে না। কিন্তু, কেউ যদি মিথ্যে কথা বলে, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর চেষ্টা করে, প্ররোচিত করে বা অপমান-অসম্মান করার চেষ্টা করে সেক্ষেত্রে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না”।

প্রসঙ্গত, কিছুদিন আগেই গোয়া থেকে গ্রেফতার করা হয়েছিল ইউটিউবার রোদ্দুর রায়কে। রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল এই ইউটিউবারের বিরুদ্ধে।

Advertisement

আরও পড়ুন: দরজা খুলতেই মা-ছেলের ভয়ঙ্কর দৃশ্য দেখে চমকে উঠলেন প্রতিবেশীরা!

গত সোমবার বটতলা থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে জামিন পান তিনি। তবে ‘জাতীয় পতাকার’ অপমান করার জন্য ভিডিয়ো করে তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে IPC 120B, 417, 153, 501, 504, 505 এবং 509 ধারায় মামলা দায়ের করা হয়েছিল। পরে 153A, 465, 467, 468, 469 ধারাগুলি সংযুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন: ঝালদায় তৃণমূলকে হারিয়ে এগিয়ে কংগ্রেস, চন্দননগরে খাতা খুলল CPIM

Advertisement

‘মোক্সাবাদের প্রবক্তা’-র গ্রেফতারির পরেই ডিজিটাল মাধ্যম এবং বাক স্বাধীনতার সীমা, নেট নাগরিক হওয়ার আচরণবিধি এই বিষয়গুলি সামনে আসতে থাকে। একই সঙ্গে প্রশ্ন উঠতে থাকে, ডিজিটাল দুনিয়ায় স্বাধীনতার সীমা কতদূর! এই যাবতীয় প্রশ্ন নিয়ে যখন জলঘোলা হচ্ছে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহলের একাংশ।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.