স্ত্রীর খোঁজ দিলেই নগদ ২০ হাজার টাকা পুরস্কার, ঘোষণা পলাতক গৃহবধুর স্বামীর
Connect with us

বাংলার খবর

স্ত্রীর খোঁজ দিলেই নগদ ২০ হাজার টাকা পুরস্কার, ঘোষণা পলাতক গৃহবধুর স্বামীর

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উত্তর ২৪ পরগনার বাগদায় প্রেমিক টোটো চালকদের সঙ্গে দুই গৃহবধুর ঘর ছাড়ার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল সর্বত্র। মাস কেটে গেল এখনও ঘরে ফেরননি দুই গৃহবধূ। পুলিশ এখনও তাঁদের খুঁজে বার করতে পারেনি। ‘স্ত্রী কেমন আছে, তার কোনও বিপদ হল না তো?’ এই ভেবেই উদ্বিগ্ন টোটো চালকের সঙ্গে পলাতক গৃহবধুর স্বামী। তাই স্ত্রীকে খুঁজে পেতে এবার নগদ পুরস্কার ঘোষণা করলেন স্বামী। যে তাঁর স্ত্রীকে খুঁজে এনে দিতে পারবেন, তাঁকে নগদ পুরস্কার দেবেন বলে ঠিক করেছেন তিনি। তাঁর এখন শুধু একটাই দাবি, ‘আমি শুধু জানতে চাই ও সুস্থ আছে, ভালো আছে।’

উল্লেখ্য, মাসখানেক আগে উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের আন্দুলপোতা গ্রামের বাসিন্দা দুই টোটো চালক বিশ্বজিৎ মণ্ডল এবং শিবু মজুমদারের সঙ্গে ঘর ছেড়েছিলেন বাগদার পালবাড়ির দুই গৃহবধূ মিঠু পাল ও পবিত্রা পাল। মিঠু পালের স্বামী অর্জুন পাল থানায় স্ত্রীর নিখোঁজের অভিযোগও দায়ের করেছেন। কিন্তু পুলিশ এখনও ওই দুই গৃহবধূ-সহ দুই টোটো চালককে খুঁজে পায়নি। এমনকি তাঁরা কী কারণে ঘর ছেড়েছেন, সেই রহস্যও উদঘাটন করতে পারেনি পুলিশ।

তাই বাধ্য হয়ে স্ত্রী মিঠুকে খুঁজে পেতে ২০ হাজার টাকা নগদ পুরস্কার ঘোষণা করলেন অর্জুন পাল। তিনি বলেছেন, ‘কেউ যদি আমার স্ত্রীর খোঁজ এনে দিতে পারেন, তাঁকে আমি নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেব। 8459011397 এই নম্বরে ফোন করে সন্ধান দিলেই হবে। আমি শুধু চাই ও সুস্থ থাকুক। ও যে ভালো রয়েছে, সেই খবরটাই কেবলমাত্র পেতে চাই।’

Advertisement

বাড়ি থেকে বেরোনোর সময় অর্জুনের স্ত্রী মিঠু পাল তাঁর শ্বশুরমশাইকে জানিয়ে যান যে তিনি তাঁর বোনের বাড়িতে যাচ্ছেন। তারপরই তিনি তার যা পবিত্রাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে জানা যায়, বিশ্বজিৎ মণ্ডল এবং শিবু মজুমদার নামে দুই টোটো চালকের সঙ্গে তাঁরা পালিয়েছেন। তারপরই বাগদা থানায় অভিযোগ দায়ের করেছে পাল পরিবার। কিন্তু এখনও পুলিশ দুই গৃহবধূ এবং ওই দুই টোটো চালকের কোনও হদিস পায়নি। তাই বাধ্য হয়ে স্ত্রীর খবর পেতে নগদ পুরস্কার ঘোষণা করলেন মিঠুর স্বামী অর্জুন পাল।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.