২১ জুলাইয়ের আগে কর্মী-সমর্থকদের বিশেষ বার্তা মমতার, সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ তৃণমূল সুপ্রিমোর
Connect with us

বাংলার খবর

২১ জুলাইয়ের আগে কর্মী-সমর্থকদের বিশেষ বার্তা মমতার, সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ তৃণমূল সুপ্রিমোর

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত দু’বছর করোনার কারণে নম নম করে ভার্চুয়ালি হলেও এবার মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ দিবস। এবারে যে রেকর্ড ভিড় হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই গোটা রাজ্য-সহ দেশ থেকে একুশে জুলাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসার জন্য কর্মী-সমর্থকদের আহ্বান জানিয়ে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই একুশে জুলাইয়ের অনুষ্ঠান, তার ব্যাখ্যাও যেমন দিলেন, সেইসঙ্গে আগত সমস্ত কর্মী-সমর্থকদের সাবধানে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে যোগ দেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। এমনকি বুধবার একুশে জুলাইয়ের অনুষ্ঠানে সমস্ত রাজনৈতিক দলকেও আসার জন্য আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আগামীকাল একুশে জুলাই। ২১ জুলাই এই দিনটি আমাদের কাছে খুবই ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। এবং একুশে জুলাই দিনটির সঙ্গে আমাদের আবেগ, আমাদের স্বজন, আমাদের মা-মাটি মানুষের, আমাদের শহীদ তর্পণ। আমাদের মা মাটি মানুষকে উৎসর্গ করব। সবটাই আমরা একুশে জুলাইকে ঘিরে করি। যদিও এই সময় আবহাওয়া ভালো থাকে না। প্রচুর ঝড়-বৃষ্টি হয়। তার মধ্যেও আমাদের কর্মীরা লাখে লাখে সমাবেশে এসে উপস্থিত হন তাঁদের নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের একুশে জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান। সব মানুষকে আবেদন করব- যাঁরা পারবেন আসুন। সশরীরে উপস্থিত থেকে অনুষ্ঠানের সাক্ষী থাকুন। যাঁরা আসতে পারবেন না তাঁরা টিভিতে দেখুন। যাঁরা বাইরে আছেন তাঁরা ভিডিও লাইভে দেখুন।’

কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণভাবে, সাবধানে, সমাবেশে যোগ দেওয়ার বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে সকলে শান্তিপূর্ণভাবে এবং সাবধানে আসতে পারেন সেইজন্য সমস্ত জেলা প্রশাসনকেও তিনি সতর্ক করেছেন। তৃণমূল নেত্রী বলেছেন, ‘আমি সবাইকে বলব সাবধানে, শান্তিপূর্ণভাবে নিজেরা নিজেদের সহযোগিতা করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সমাবেশে আসুন। গাড়িতে যাঁরা আসবেন, তাড়াহুড়ো বা হুড়োহুড়ি করবেন না। একটু তাড়াহুড়ো করতে গিয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। মানুষের প্রাণ যেন বাঁচে। সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে সতর্ক করছি। সব জেলার উপর দিয়ে যাঁরা আসবেন তাঁরা যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ফিরে যাবেন, তাঁদের সকলকে সহযোগিতা করবেন।’

Advertisement

একুশে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানের সাক্ষী থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রাজনৈতিক দলকেও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন- সকলের কাছে আবেদন করব আসুন একুশে জুলাইকে প্রত্যক্ষ করুন। ২১ মানেই আন্দোলন, ২১ মানেই ভাষা, ২১ মানেই পথের স্বপ্ন, ২১ মানেই দিশা। ২১ মানে নতুন ভোর, ২১-ই আমাদের মনের জোর। ২১ ফিরে আসুক বারবার। তাই আসুন আরেকবার ফিরে দেখি আগামী কাল একুশে জুলাই। সবাইকে আগাম অভিনন্দন।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.