বাংলার খবর
Abhishek Banerjee: মেয়ো রোডে আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা বললেন অভিষেক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এসএসসি দুর্নীতি নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, তখনই বড় পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার ধর্মতলার মেয়ো রোডে আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
চাকরির দাবিতে গত ৫০১ দিন ধরে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করে চলেছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। তাঁরা মূলত এসএলএসটি অর্থাৎ শারীরশিক্ষা, কর্মশিক্ষা বিষয়ে নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার দুপুরে দলের শৃঙ্খলারক্ষা কমিটির জরুরি বৈঠকে বসার আগেই শহিদুল্লাহ নামে সেই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের একজনের সঙ্গে ফোনে চার থেকে পাঁচ মিনিট কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের চাকরির বিষয়টিতে তিনি হস্তক্ষেপ করার আশ্বাস দেওয়ার পাশাপাশি এই নিয়ে আগামীকাল অর্থাৎ শুক্রবার আন্দোলনকারী চাকরিরপ্রার্থীদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের সাত-আট জনের এক প্রতিনিধি দল শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবে। সেখানে তাঁদের দাবি ও সমস্যার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলেই জানিয়েছেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কথা বলার পর আন্দোলনরত চাকরিপ্রার্থী শহিদুল্লাহ জানিয়েছেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি কী, তা নিশ্চয়ই উনি শুনেছেন। আমাদের দাবি হল, যোগ্যপ্রার্থীরা যাতে সকলেই চাকরি পান। আমরা আশাবাদী উনার সঙ্গে বৈঠকের পর দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে।’
অপরদিকে, বৃহস্পতিবার বিকালে দলের শৃঙ্খলারক্ষা কমিটির জরুরি বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ধর্মতলার মেয়ো রোডে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসা ও সাধ্যমত চেষ্টা করে পাশে দাঁড়ানোর কথা স্বীকার করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই চাকরির দাবিতে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বেশ কিছু চাকরিপ্রার্থী আন্দোলন করছেন। আজ আমার সঙ্গে ওঁদের ফোনে কথা হয়েছে। আমি শুক্রবার ওঁদের সঙ্গে বৈঠকে বসব। ওদের ৭-৮ জনের একটি প্রতিনিধি দল আমার কাছে আসবে। আমি আমার সীমাবদ্ধতার মধ্যেই সাধ্যমত ওঁদের সাহায্য করার ও পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বৃহস্পতিবার রাতের মধ্যেই কখন ও কোথায় এই বৈঠক করব, তা ওঁদের জানিয়ে দেব।’