দেশের খবর
খুনের প্রমাণ লোপাট করতে গরম জলে প্রেমিকার দেহাংশ ফেললেন প্রেমিক

বেঙ্গল এক্সপ্রেস: মুম্বাইয়ের মিরা রোডের গঙ্গানগর অঞ্চলে আকাশদীপ নামের একটি আবাসনে একসাথে লিভ ইন করতেন ৫৬ বছরের মনোজ সাহানি ও ৩৬ বছর বয়সী সরস্বতী বৈদ্য। লিভিং করার সময় লিভিং পাটনার কে খুন করে ফ্ল্যাটে তার দেহাংশ লুকিয়ে রেখেছিলেন ওই ব্যক্তি। কিছুদিন পর ওই মৃতদেহের গন্ধ বের হলে প্রতিবেশী রা পুলিশকে খবর দিয়েছিলেন।
পুলিশ সেই গন্ধ কে অনুসরণ করে সৃষ্টি করে এক পচা গলা মৃতদেহ। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, বরি ওয়ালি এলাকায় একটি ছোট দোকান চালাতে মনোজ। আর এই মর্মান্তিকর ঘটনায় অভিযুক্ত মনোজকে গ্রেফতার করেছে পুলিশ।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার জয়ন্ত বজবলে জানিয়েছেন যে, খুনের কথা কবুল করেছেন মনোজ। মনোজ জানিয়েছেন, তাদের মধ্যে ভালো বোঝাপড়া থাকলো সম্প্রতি কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। আর ঝগড়ার সময় অতিরিক্ত রাগ উঠে যাওয়ার কারণে কুড়াল দিয়ে সরস্বতীকে কুপিয়ে খুন করে তার দেহ টুকরো টুকরো করে ফেলেছিলেন মনোজ। এমন কি মৃতা সরস্বতীর দেহ গরম জলেও ফুটিয়েছিলেন তিনি। পুলিশের অনুমান, খুনের সকল প্রমাণ লোপাট করার জন্যই এই কাজ করেছিলেন মনোজ। কিন্তু কোন কারণে তাদের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল সেই বিষয়ে তথ্য প্রমাণ করছেন পুলিশ।