বাংলার খবর
আগামী মাসেই জিটিএ নির্বাচন করাতে চাইছে রাজ্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী মাস অর্থ জুনেই হতে পারে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জিটিএ-এর নির্বাচন। নবান্ন সূত্রে তেমনই খবর। সেই সময় শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটও সেরে ফেলতে চাইছে রাজ্য। রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্য সরকার এমনটাই জানিয়েছে বলে খবর। সাধারণত সরকারের পরিকল্পনাকেই মানতা দেয় রাজ্য নির্বাচন কমিশন। তাই আগামী মাসেই পাহাড়ে নির্বাচন হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে পাহাড়ের এই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত মাসেই উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী পাহাড়ের রাজনীতির স্থায়ী সমাধানের পক্ষে সওয়াল করার পাশাপাশি দ্রুত জিটিএ নির্বাচন করার পরামর্শ দিয়েছিলেন। সেই জন্য দ্রুত ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করারও নির্দেশ দিয়েছিলেন তিনি।
আলাদা রাজ্যের দাবিতে উত্তপ্ত হয়ে রয়েছে পাহাড়। সেই নিয়ে হয়েছে একাধিক আন্দোলন। তাতে প্রচুর সরকারি সম্পত্তিও নষ্ট হয়েছে। ফলে থমকে গিয়েছে পাহাড়ের উন্নয়ন। প্রথম থেকেই তৃণমূল অভিযোগ করে আসছে, আলাদা রাজ্যের দাবি তুলে এই বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে বিজেপি। সেই লোভ দেখিয়েই পাহাড়ে স্থানীয় দলগুলিকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে বিজেপি। সেই সমস্ত প্ররোচনা, অশান্তি শেষ করতেই পাহাড়ে দ্রুত জিটিএ নির্বাচন করাতে চাইছে সরকার।