বাংলার খবর
রহস্যজনকভাবে মৃত্যু হওয়া বিজেপি যুবনেতার ময়নাতদন্ত রিপোর্ট জমা পরল আদালতে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রহস্যজনকভাবে মৃত্যু হওয়া বিজেপির যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট মুখবন্ধ খামে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পেশ করল কমান্ড হাসপাতাল। গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বিজেপির যুব মোর্চার নেতার। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ঝোলার আগে পর্যন্ত তাঁর দেহে প্রাণ ছিল। হাসপাতালের জমা দেওয়া রিপোর্টে এই তথ্যের উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।
সেইসঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট সহ অন্যান্য নমুনা, নথি, তথ্য রাজ্যের তদন্তকারীদের হাতে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারও অর্জুনের পরিবার দাবি করেছে, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে অর্জুনকে। তবে তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে না। রাজ্য পুলিশের তদন্তের ওপরই ভরসা রাখছে। তবে প্রকৃত দোষীদের দ্রুত সনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা।
(বিস্তারিত আসছে)